For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, রাতভর ঘেরাও উপাচার্য

এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ফের উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বুধবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাত পর্যন্ত উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদোর ঘেরাও করে রাখে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ অক্টোবর : এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ফের উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বুধবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাত পর্যন্ত উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদোর ঘেরাও করে রাখে। নিখোঁজ ছাত্রের নাম নাজিব আহমেদ। ছাত্রদের অভিযোগ বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র এক সদ্যের সঙ্গে কয়েকদিন আগে বচসা হয় নাজিবের। এর পর ১৫ অক্টোবর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র।

ঘটনার ৬ দিন অতিক্রম হয়ে গিয়েছে। রহস্যজনকভাবে ছাত্র নিখোঁজের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক অভিযোগ জানিয়ে কোন ফল না মেলায় বুধবার রাতে উপাচার্যকে ঘেরাও করে ছাত্ররা। ঘদিও নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। উপাচার্য জানান, নিখোঁজ ছাত্রকে খোঁজার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়।

ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, রাতভর ঘেরাও উপাচার্য

বিক্ষোভরত ছাত্রদের দাবি, অভিযুক্তদের আড়াল করতেই থানায় অভিযোগ দায়ের করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেএনইউএসইউ-র নবনির্বাচিত সভাপতি মোহিত পান্ডে জানান, "বার বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হেয়েছে। উপাচার্যের কাছে গত ৬ দিন ধরে নিখোঁজ ছাত্রকে খোঁজার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়। এর কোন সদুত্তর দিতে পারেননি উপাচার্য। তাই বাধ্য হয়েই তাঁকে ঘেরাও করা হয়েছে"।

কয়েকদিন পরেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল নির্বচন রয়েছে । তার মধ্যে একজন ছাত্র ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবারের তরফে থানায় অভিযোগ জানানোর পরে পুলিশ বুধবার একটি মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।

নাজিবের নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্যরা এবিভিপি-র দিকেই অভিযোগের আঙুল তুলেছে। যদিও এবিভিপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই দিকে অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। নিখোঁজ ছাত্রের খোঁজে তদন্ত শুরু করেছেন পুলিশ। এদিকে উপাচার্য ঘেরাও মুক্ত হলেও এখনও বিক্ষোভে ফুটছে জেএনইউ-র ছাত্ররা।

English summary
JNU students confine VC to Admin block
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X