For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশদ্রোহিতা বিতর্ক : জেএনইউতে আরও সাত ছাত্রছাত্রীকে আটক করল দিল্লি পুলিশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : দেশদ্রোহিতা বনাম জাতীয়তাবোধ, কে সত্যি কথা বলছে তা নিয়ে সারা দেশে তর্ক চলছে। তবে তার মাঝেই ফের একবার বিতর্ক তৈরি করল প্রশাসন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে চলা বিতর্ককে উসকে দিয়ে আরও সাত ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ।

কয়েকদিন আগে সংসদ হামলায় ফাঁসিপ্রাপ্ত আফজল গুরুর মৃত্যুদিবসে দেশদ্রোহী কাজকর্ম ও মন্তব্যের অভিযোগ ওঠে সেখানকার বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে।

দেশদ্রোহিতা বিতর্ক : জেএনইউতে আরও সাত ছাত্রকে আটক করল পুলিশ

ঘটনায় সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফের নেতা কানহাইয়া কুমারকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারও করেছে পুলিশ। এরপর দেশজোড়া সমালোচনার মুখে পড়লেও এদিন ফের সাতজন ছাত্রছাত্রীকে আটক করে বিতর্ক বাড়িয়ে দিল সরকার।

জেএনইউ-র অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে বলে সর্বপ্রথম সরব হয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিও দেশদ্রোহিতা নিয়ে কড়া অবস্থান নেন।

তার প্রেক্ষিতেই এদিনের গ্রেফতার বলে মনে করা হচ্ছে। আটক করা ছাত্রছাত্রীদের জেরা করে আর কে কে এই ঘটনায় জড়িত সেটা খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বক্তব্য, এই ছাত্রছাত্রীদের সঙ্গে ভারত বিরোধী কোনও সংগঠনের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে।

English summary
JNU campus row: 7 detained by Delhi Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X