For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট নিয়ে খুশি দেশের স্বর্ণ ব্যবসায়ীরা

কেন্দ্রীয় সাধারণ বাজেটে খুশি সোনা ব্যবসায়ীরা।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সাধারণ বাজেটে খুশি সোনা ব্যবসায়ীরা। তাঁদের মতে বাজেটে ঘোষিত ডিজিটালাইজেশন সোনা সংক্রান্ত ক্ষেত্রকে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি বাড়বে সোনার বিক্রয়।

সোনা ব্যবসায়ীদের মতে, বাজেটে কৃষক ,পরিকাঠামোগত ক্ষেত্রে, ডিজিটাল অর্থনীতির ওপর জোর দেওয়ায় তা সার্বিকভাবে বাজারে ইতিবাচক প্রবাব ফেলবে।

বাজেট নিয়ে খুশি দেশের স্বর্ণ ব্যবসায়ীরা

এছাডা়ও গোল্ড স্পট এক্সচেঞ্জ বিষয়ক ক্ষেত্রে সরকারের ঘোষণাকেও তাঁরা স্বাগত জানিয়েছে। যাঁর ফলে তারা ভালো দাম পাবেন বলে মনে করছেন সোনার। আন্তর্জাতিক বাজারের নিরিখেও সোনার দাম নির্ধারনে সুবিধা পাবেন তাঁরা ,বলে জানান স্বর্ণ ব্যবসায়ীরা। এই বাজেটকে তাঁরা ইতিবাচক বাজেট বলে মনে করছেন।

বাজেটে প্রস্তাবিত প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের ঘোষণাকেও তাঁরা স্বাগত জানিয়েছেন। যা দেশের ৬০ টি জেলা থেকে বাড়িয়ে দেশের ৬০০টি জেলায় ছড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়। এর দ্বারা দেশে সোনা ব্যবসার সঙ্গে যুক্ত কারিগররা প্রশিক্ষণ পাবেন বলে মনে করা হচ্ছে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের তরফে জানানো হয়েছে, কর সংক্রান্ত সংস্কারের ফলে একটি ইতিবাচক দিক দেখা যাচ্ছে। যার প্রভাব পড়বে বাজারে। দেশের অনেক কটি সোনার দোকানের মালিকরা বলছেন তাঁরা তাদের প্রত্যাশা মতোই পেয়েছেন এই বাজেট।

English summary
Taking a stance of ‘no news is good news’ jewellers on Wednesday hailed the Union Budget, saying the focus on digitalisation is going to give an impetus to the sector and drive consumption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X