For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ললিতার প্রয়াণ : আম্মার শোকে এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর খবর শোনার পর বুধবার পর্যন্ত কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি, তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকের।

Google Oneindia Bengali News

চেন্নাই, ৮ ডিসেম্বর : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর খবর শোনার পর বুধবার পর্যন্ত কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি, তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকের।[জয়ললিতার প্রয়াণ : আম্মার শোকে এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে!]

বুধবার রাতে এআইএডিএমকে দলের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৩,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। ইতিমধ্য়েই টুইটারে আম্মা শোকে মৃত ৭৭ জনের নামের একটি তালিকা ঘোষণা করেছে এআইএডিএমকে।[আন্দামানে দ্বীপান্তরের জীবন কাটাচ্ছেন পর্যটকরা, নোঙর করতে পারেনি নৌজাহাজ]

জয়ললিতার প্রয়াণ : আম্মার শোকে এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে!

গত ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন জয়ললিতা। গত ৪ ডিসেম্বর জয়ললিতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে বড় ধাক্কা খান আম্মা সমর্থকরা। আম্মার শারীরিক অবস্থার ক্রমশ অবনতিক খবর পেয়ে হার্ট অ্যাটাকে অনেকের মারা যাওয়ার খবর আসে। এর পর আমার মৃত্যু সংবাদ পাওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আম্মা সমর্থকদের মৃত্যুসংবাদ আসতে শুরু করে বলে দলের তরেফে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে।[পেইড নিউজ ফৌজদারী অপরাধ হিসাব বিবেচিত হোক, কেন্দ্রকে আর্জি নির্বাচন কমিশনের]

এই বিবৃতি অনুসারে, দলের যে কর্মী জয়ললিতার অসুস্থতার খবর পেয়ে আত্মহুতির চেষ্টা করেছিলেন, এবং অন্য এক কর্মী আম্মার মৃত্যুর খবর পাওয়ার পর হাতের আঙুল কেটে দিয়েছে, এঁদের হাতে ৫০,০০০ টাকা তুলে দেওয়া হবে দলের তরফে।[#Demonetisation এর ১ মাস পূর্ণ : কোন কোন সেক্টরে সর্বাধিক প্রভাব পড়ল!]

জয়ললিতা হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ৬ ডিসেম্বর চেন্নাইয়ের মেরিনা বিচে আম্মাকে সমাধি দেওয়া হয়।

English summary
Jayalalithaa's death: 77 persons died of shock in Tamil Nadu over 'Amma's' demise, claims AIADMK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X