For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজিকে ফাঁসি দেওয়া হয়েছিল? একি বললেন মানবসম্পদ মন্ত্রী জাভড়েকর!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভোপাল, ২৩ অগাস্ট : এ যেন নতুন করে ইতিহাস লিখলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "১৮৫৭ সালে স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু হয়। শেষ হয় এর ৯০ বছর বাদে। ব্রিটিশ সরকারের পতন ঘটে। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানাই।" [সরকারি ফাইল বলছে ১৯৬৮ সালে বেঁচে ছিলেন নেতাজি!]

এখানে না থেমে এবার একেবারে নিজস্ব ইতিহাস রচনা আওড়ে জাভড়েকর বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, ভগত সিং, রাজগুরু ফাঁসিকাঠে গলা দিয়েছিলেন।" [স্বাধীন ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য পেয়েছিলেন এঁরা!]

নেতাজিকে ফাঁসি দেওয়া হয়েছিল? একি বললেন মানবসম্পদ মন্ত্রী!

এই বক্তব্যের পর কি প্রতিক্রিয়া দেবেন তা বুঝে উঠতে পারেননি শ্রোতাদের অনেকেই। কারণ যিনি কথাগুলি বলেছেন তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। শিক্ষামন্ত্রক তাঁরই আওতায় পড়ে। এহেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভুল ইতিহাস ব্যাখ্যায় চারিদিকে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে। [নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?]

বস্তুত, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৭৪ বছর বয়সে ১৯৬৪ সালে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। সর্দার প্যাটেল ১৯৫০ সালে ৭৫ বছর বয়সে মারা যান। তিনি স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। [নেতাজির পর এবার লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়েও বিতর্ক!]

এছাড়া নেতাজির মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। কেউ সঠিকভাবে জানাতে পারেনি তিনি কবে মারা গিয়েছেন অথবা তিনি আদৌও মারা গিয়েছেন কিনা। অনেকে মনে করেন তিনি আজও জীবিত। অন্যদিকে ভগত সিং ও রাজগুরুকে ১৯৩১ সালে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার। এসব কি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানেন না? প্রশ্ন করছেন সকলেই।

English summary
Javadekar rewrites history, says Netaji, Nehru and Patel were hanged
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X