For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা, প্রমাণ পেল সেনা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর : উরিতে গত রবিবার ব্রিগেড হেড কোয়ার্টারে জঙ্গিহানা চালিয়ে যে চার জঙ্গি নিহত হয়েছে, তাদের কাছে ছিল জাপানি ওয়্যারলেস সেট। তার মাধ্যমেই পাকিস্তানে বসা সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখছিল তারা। এই সেটগুলি একেবারে নতুন ছিল বলেও দাবি করেছে ভারতীয় সেনা। [উরি হামলার জঙ্গিরা পাকিস্তান থেকে এসেই হামলা চালিয়েছে, এই তার প্রমাণ!]

এই উরি হামলার তদন্তে রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তারা জানিয়েছে, এই ধরনের ওয়্যারলেস সেট যেকোনও দেশেরই নিরাপত্তা সংক্রান্ত কাজে লাগে। এই সেটগুলি পাকিস্তানের বলেই মনে করা হচ্ছে। নিশ্চিত হতে পাকিস্তানি আধিকারিকদের বিস্তারিত তথ্য পাঠিয়ে জানতে চাওয়া হবে বলে জানা গিয়েছে। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ!]

জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা!

নিহত জঙ্গিদের কাছ থেকে মোট ৪৮টি জিনিস পাওয়া গিয়েছে। তার মধ্যে রয়েছে মানচিত্র, আগ্নেয়াস্ত্র সহ এই সেটগুলি। সেনার তরফে সমস্ত প্রমাণ এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ম্যাপ কিছুটা পুড়ে গিয়েছে। সেটিকে উদ্ধার করে প্রমাণ জোগাড়ের কাজ চলছে বলে জানা গিয়েছে। [পাকিস্তান 'সন্ত্রাসবাদী রাষ্ট্র': বিল পেশ মার্কিন কংগ্রেসে]

উরিতে হামলাকারী জঙ্গিরা তাদের জিপিএস থেকে সমস্ত তথ্য মুছে দিয়েছে। হামলাকারীদের উৎস খুঁজে পেতে সমস্যা হবে জেনেই এটা করা হয়েছে। তবে জিপিএস সেটের সিরিয়াল নম্বর দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে তা একটি মার্কিন সংস্থা থেকে কিনে সন্ত্রাসের কাজে লাগানো হয়েছে। [উরির প্রতিশোধ : সীমান্তরেখা পার করে ২০ জঙ্গির দমন করল স্পেশ্যাল ফোর্স?]

এর পাশাপাশি জঙ্গিদের পাকিস্তান যোগের আর একটি উল্লেখযোগ্য প্রমাণ গোয়েন্দারা হাতে পেয়েছেন। গোয়েন্দারা উদ্ধার করেছেন সরবতের প্যাকেট যেগুলি জঙ্গিরা সঙ্গে নিয়ে এসেছিল। সেগুলি করাচিতে তৈরি বলে গোয়েন্দারা খুঁজে বের করেছেন।

English summary
Japanese wireless sets expose Pakistan link to Uri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X