For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই পরম্পরা মেনে মথুরা থেকে উড়ুপি আজ মেতেছে জন্মাষ্টমী উদযাপনে

মণিপুর থেকে গুজরাতের দ্বারকা, জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের নানা প্রান্তের উদযাপনের পরম্পরার কাহিনি জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

উৎসবের জাঁকজমক নিয়ে দেশজুড়ে আজ জন্মাষ্টমী অনুষ্ঠান পালিত হচ্ছে । শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে জন্মাষ্টমী উৎসবে যতটা আড়ম্বর ভোগ রান্নায় থাকে, ততটাই ধুমধাম করে আয়োজিত হয় পুজার্চনার প্রক্রিয়া । ভারতের উত্তরের মথুরা থেকে দক্ষিণের উড়ুপি আজ মেতেছে শ্রীকৃষ্ণের আরাধনায়। মণিপুর থেকে গুজরাতের দ্বারকা, জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের নানা প্রান্তের উদযাপনের পরম্পরার কাহিনি জেনে নিন।

মণিপুর

মণিপুর

উত্তরপূর্বের এই রাজ্যে নিষ্টার সঙ্গে আয়োজিত হয় জন্মাষ্টমী অনুষ্ঠান। গোটা দিন ধরে উপোস করে থেকে কৃষ্ণের উদ্দেশে পূর্জাচনা সমর্পন করেন এখানের বাসিন্দারা। ইম্ফলের মহাবলি মন্দিরে মহা সামারোহে পালিত হয় কৃষ্ণা জন্মাষ্টমী অনুষ্ঠান। ফুলের সাজে এখানে শ্রীকৃষ্ণকে সাজানো হয় । মণিপুরর শ্রী গোবিন্দ মন্দিরে আয়োজন হয় ঐতিহ্যবাহী মণিপুরের রাসলীলা নৃত্য বা 'রাস'। যে নাচের মাধ্যমে শ্রীকৃষ্ণ ও রাধার লীলা দেখানো হয়।

পুরী

পুরী

পুরীর রথের খ্যাতি জগৎ জোড়া হলেও এখানে জন্মাষ্টমী উপলক্ষ্য়ে জগন্নাথ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানও বেশ জাঁকজমক পূর্ণ। এখানেও নন্দ উৎসব উপলক্ষ্যে সারাদিন উপোস করার পর ভক্তরা শ্রীকৃষ্ণকে পূজা অর্পন করেন। গোপালের জন্য এখানে বিশেষ ধরনের নাড়ু, মিষ্টি তৈরি করা হয়। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জীবনের নানা সময়ে অভিনয়ের মাধ্যমে প্রতিস্থাপিত করা হয়।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

মহারাষ্ট্রের 'দহি-হাণ্ডি' উৎসবও সেখানের পরম্পরার একটি বিশেষ অংশ। গোকুল অষ্টমী উপলক্ষ্যে এখানে মাখন-দুধ-দইয়ের হাঁড়ি ভাঙার বিশেষ অনুষ্ঠান পালিত হয়। উঁচু মানব বন্ধন তৈরি করে হাঁড়ি ভাঙার উৎসব পালিত হয়।

মথুরা

মথুরা

কৃষ্ণাজন্মাষ্টমী উপলক্ষ্যে উত্তরপ্রদশের মথুরা প্রতিবছর সেজে ওঠে । সেখানের জন্মভূমি মন্দিরে সাড়ম্বরে আয়োজিত হয় কৃষ্ণ বন্দনাকে গিরে নানা অনুষ্ঠান। শ্লোক পাঠ থেকে শুরু করে, মধ্যরাত পর্যন্ত চলে রাসলীলা, আতসবাজি, ঝুলা উৎসব। আলো-ফুলের সাজে আড়ম্বর আর ভক্তিতে মেতে ওঠে কৃষ্ণের জন্মভূমি গোটা মথুরা।

উড়ুপি

উড়ুপি

কর্ণাটকের উড়ুপিতে কৃষ্ণা জন্মাষ্টমী উপলক্ষ্যে কৃষ্ণকে বিশেষভাবে দুধ স্নান করানো হয়। উড়ুপির কৃষ্ণা মন্দিরে জাঁকজমক সহকারে পালিত হয় এই দিনটি। শ্রীকৃষ্ণের উদ্দেশে গাওয়া হয় বিশেষ গান।

দ্বারকা

দ্বারকা

গুজরাতের কচ্ছের দ্বারকায় ৫ তলা সমান উঁচু কৃষ্ণের এই মন্দির জন্মাষ্টমী উপলক্ষ্যে সেজে ওঠে। সারা দেশে শ্রীকৃষ্ণ পূজার জন্য বিখ্যাত মন্দিরগুলির মধ্যে এই দ্বারকার মন্দির অন্যতম।

বৃন্দাবন

বৃন্দাবন

উত্তর প্রদেশের মথুরা থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। এখানেই রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের রাস লীলার কাহিনি বিখ্যাত। যমুনার তীরের এই শহরে জন্মাষ্টমীর ১০ দিন আগে থেক শুরু হয় উৎসবের উদযাপন। প্রতিবছর এই অনুষ্ঠান দেখতে দূর থেকে মানুষ ভিড় করে আসেন এই শহরে।

English summary
Janmashtami is an important festival in India. The magical festival is celebrated in numerous ways in various cities of the country. Janmashtami is basically Lord Krishna’s birthday celebration. The crowds at Dahi Handi, street performances of singing and dancing and midnight celebrations in each temple are the most exciting activities to be explored during the festival.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X