For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক সেনার গুলিতে কাশ্মীরে ৮ বছরের বালকের মৃত্যু, আহত ৪

শুক্রবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে বিএসএফ জওয়ান গুরনাম সিং আহত হন ও পরে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পর এবার এক বালকের প্রাণ নিল পাক সেনার গুলি।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জম্মু, ২৪ অক্টোবর : সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ অব্যাহত। পাকিস্তানি সেনার গুলিতে প্রাণ হারাল এক আট বছরের শিশু। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এদিন সোমবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কানাচক সেক্টরে। [পাক হামলায় জখম বিএসএফ জওয়ানের মৃত্যু]

হেড কনস্টেবল সুশীল কুমার নামে এক বিএসএফ জওয়ান আহত হয়ে জম্মুর হাসপাতালে ভর্তি। সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনা গুলি চালানোয় আরএস পুরা সেক্টরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় আর এক জওয়ান আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। [কাশ্মীর সীমান্তে গ্রেফতার পাকিস্তানি চর]

পাক সেনার গুলিতে কাশ্মীরে ৮ বছরের বালকের মৃত্যু, আহত ৪

এর আগে শুক্রবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে বিএসএফ জওয়ান গুরনাম সিং আহত হন ও পরে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পর এবার এক বালকের প্রাণ নিল পাক সেনার গুলি। [সিন্ধু জল চুক্তি ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের]

বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি রেঞ্জার্সরা ১৩টি ভারতীয় আউটপোস্টকে নিশানা করেছে। আরএস পুরা, পার্গওয়াল ও কানাচক সেক্টরে মর্টার শেল ফাটিয়ে অথবা গুলিবর্ষণ করে পাকিস্তান হামলা চালাচ্ছে। [কাশ্মীরে গোলমাল বাঁধানোর পিছনে শুধু পাকিস্তান নয়, রয়েছে অন্য একটি দেশও]

বিএসএফের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যেকোনও ধরনের ঘটনার জন্যই আমরা প্রস্তুত। পাকিস্তান বাড়াবাড়ি কিছু করার চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

অন্যদিকে, পাকিস্তানি সেনারও বক্তব্য, সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনার ছোঁড়া গুলিতে একটি একবছরের শিশুর মৃত্যু হয়েছে এবং মোট ৭জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছে।

English summary
Jammu and Kashmir: 8-year-old boy killed, 4 injured in firing by Pakistani troops
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X