For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে পুরীর জগন্নাথ মন্দির, সতর্কবার্তা এএসআইয়ের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পুরী, ১৮ মে : কয়েকশো বছরের পুরনো পুরীর জগন্নাথ মন্দিরের জরাজীর্ণ অবস্থা। যে কোনও সময়ে এটি ভেঙে পড়তে পারে। এমনই সতর্কবার্তা প্রকাশ করল ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ।

পুরীর জগন্নাথ মন্দিরের ১০টি বৈশিষ্ট যা অবিশ্বাস্য কিন্তু সত্যি

ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির রিপোর্ট অনুযায়ী, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার টেকনিক্যাল কমিটির প্রধান জিসি মিত্র পদত্য়াগ করার আগে জানিয়ে গিয়েছেন, যদি শীঘ্রই ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে যে কোনও সময়ে পুরীর জগন্নাথ মন্দির ভেঙে পড়তে পারে।

যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে পুরীর জগন্নাথ মন্দির!

আর কয়েকমাস পরই রথযাত্রা অনুষ্ঠিত হবে। তার আগে এএসআই মেরামতির কাজ বন্ধ করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের একবার মন্দিরের পর্যবেক্ষণ করার পরই মেরামতি করা সম্ভব বলে জানায় ইঞ্জিনিয়াররা। কারণ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই প্রায় রোজ চাঙড় ভেঙে পড়ছে।

এই দেখে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও পুরীর মন্দির সংস্কারের জন্য উপযুক্ত পদক্ষেপ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন। কারণ প্রত্নতত্ত্ব বিভাগ থেকে মন্দির সংস্কারে খুব ধীরগতিতে কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সেই অভিযোগ পেয়ে ও পরিস্থিতির গুরুত্ব বুঝে গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মহেশ শর্মা, এএসআই প্রধান ও অন্য আধিকারিকেরা বৈঠক করেন। এরপরে জানানো হয়, প্রযুক্তিগত নানা কারণে এই সংস্কারের কাজে দেরি হয়েছে।

প্রসঙ্গত, বারোশ শতকে তৈরি পুরীর জগন্নাথ মন্দির ওড়িশাবাসীর কাছে তো বটেই বাঙালিদের কাছেও অন্যতম পবিত্র স্থান। সারা বছর এই মন্দিরের টানেই প্রচুর বাঙালি পুরী যান। রথযাত্রার সময়ে সারা বিশ্ব থেকে পর্যটকেরা পুরীতে এসে ভিড় জমান।

English summary
Jagannath Temple in Odisha's Puri can collapse anytime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X