For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্তানবুল নাইটক্লাবে জঙ্গি হানা : মৃত ৩৯ জনের মধ্যে বলিউড প্রযোজক-সহ দুই ভারতীয়

ইস্তানবুলের নাইটক্লাবে সন্ত্রাসহানায় মৃত ৩৯ জনের মধ্যে ২ জন ভারতীয় ছিলেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন টুইট করে একথা জানিয়েছেন।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ জানুয়ারি : ইস্তানবুলের নাইটক্লাবে সন্ত্রাসহানায় মৃত ৩৯ জনের মধ্যে ২ জন ভারতীয় ছিলেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এদিন টুইট করে একথা জানিয়েছেন। দুজনের মধ্যে একজন আবিস রিজভি, প্রাক্তন নেতা আখতার হাসান রিজভির ছেলে এবং অন্যজন গুজরাতের বাসিন্দা খুশি শাহ।

আবিস রিজভি মুম্বইয়ের জনপ্রিয় রিয়েল এস্টেট ব্যবসায়ী। সম্প্রতি বলিউড ছবি "রোর : দ্য টাইগারস অফ সুন্দরবন"-এর প্রযোজকও ছিলেন রিজভি।[বর্ষবরণের রাতে ইস্তানবুলের নাইট ক্লাবে জঙ্গি হানা, মৃত ৩৯]

ইস্তানবুল নাইটক্লাবে জঙ্গি হানা : মৃত ৩৯ জনের মধ্যে বলিউড প্রযোজক-সহ দুই ভারতীয়

বর্ষবরণের রাতে ইস্তানবুলের জনপ্রিয় নাইটক্লাবে সান্তা ক্লজ সেজে হামলা চালায় দুই দুষ্কৃতী। এই ঘটনায় ৩৯ জনের মৃত্যুর পাশাপাশি ৬৫ জন আহত হন। মৃতদের মধ্য়ে ১৫ জন বিদেশী নাগরিক ছিলেন। এদের মধ্যে ২ জন লেবাননের বাসিন্দা ছিলেন এবং ৫ জন ছিলেন সৌদি আরবের বাসিন্দা।

হামলার রাতে রেইনা নাইটক্লাবে ৭০০ জনের মতো উরস্থিত ছিলেন। রাত ১ টা ১৫ মিনিট নাগাদ দু'জন সান্তা ক্লজ সেজে ক্লাবের মধ্যে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। নাইটক্লাবে ঢোকার আগেও গেটের পুলিশরক্ষী ও এক নাগরিককে গুলি করে মারে দুষ্কৃতীরা।

English summary
Union minister Sushma Swaraj today tweeted that two Indians have died in the terror attack at a nightclub in Istanbul in which 39 people died and 65 others were wounded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X