For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে চার দেওয়ালের মধ্যে বসে নীল ছবি দেখা কি আইনত অপরাধ? প্রশ্ন শীর্ষ আদালতের!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ জুলাই : শিশু পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের গরিমষি নিয়ে যা মামলা উঠেছে তা নিয়ে সুষ্পষ্ট দৃষ্টিভঙ্গি না জানালেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে কোনও পর্নোগ্রাফি সাইট ব্রাউস করে তাহলে কি তিনি অপরাধ করছেন? [কোনও চক্র নয়, 'সেক্স ক্লিপস' কাণ্ডের পিছনে রয়েছে বেঙ্গালুরুর যুবক!]

মামলকারী কমলেশ ভাসওয়ানীর হয়ে সওয়াল জবাব করতে গিয়ে মুখ্য বিচারপতি এইচ এল দত্ত নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী বিজয় পাঞ্জওয়ানি অভিযোগ জানান, যদিও তাঁর মক্কেল ৮০০টিরও বেশি পর্নোগ্রাফি সাইটের তথ্য যেখানে শিশুদের নীল ছবি দেখানো হয় স্বরাষ্ট্রমন্ত্রককে দিয়েছে তবুও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত। [বাস স্টপে চলছে পর্নো সিনেমা, কোনওমতে পালিয়ে বিড়াম্বনা এড়ালেন যাত্রীরা!]

বাড়িতে বসে নীল ছবি দেখা কী আইনত অপরাধ? প্রশ্ন শীর্ষ আদালতের!

সাইবার আইনের আওতা কী কী বিধি রয়েছে সে বিষয়ে পাঞ্জওয়ানি ব্যাখ্যা করতে শুরু করলে, বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়," এই বিষয়টি সরকারের অধীন, বিষয়টি নিয়ে কীভাবে তারা সমাধান করবেন তা তাদের বিষয়। কিন্তু সমস্ত পর্নো ওয়েবসাইট ব্লক করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ কী আমরা দিতে পারি?

এই কথাটি মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে কেউ কিন্তু প্রশ্ন করতেই পারে, আমার বাড়ির চার দেওয়ালের মধ্যে আমি প্রাপ্ত বয়স্কদের জন্য ওয়েবসাই ব্রাউস করে আমি কী অন্যায় করেছি? ওই ব্যক্তি কোনও আইন না ভেঙে নিজের বাড়ির মধ্যে কিছু করার স্বাধীনতার অধিকার নিয়ে কী সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন না?

তবে এই যুক্তির পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দের কাছে বেঞ্চ জানতে করে কেন সরকারের পক্ষ থেকে তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এবং মামলার কোনও জবাব দেওয়া হয়নি।

আনন্দ আদালতকে আশ্বস্ত করেছেন, খুব শীঘ্রই এই বিষয়ে সরকারের তরফে মামলার উত্তরের আর্জি জানাবে এবং বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে।

English summary
Is watching porn in private within four walls of house an offence? SC asks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X