For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলক করা কি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা নয়?

২০১৪ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আধার কার্ড বাধ্যতামূলক করা হবে না এবং আধার কার্ড না থাকায় কেউ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে না। সেক্ষেত্রে মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলক করা আদালতের অবমাননা নয়?

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ মার্চ : গত শনিবার কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক নির্দেশিকায় জানিয়ে দেয় এবার ভারতে মিড ডে মিল পেতে গেলেও পড়ুয়াদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই নিয়ম মিড ডে মিলের রাঁধুনি এমনকী সহকারীদের জন্যও প্রযোজ্য। যে সব পড়ুয়ারা মিড ডে মিল পেতে চায় অথচ তাদের কাছে আধার কার্ড নেই, তাদের ক্ষেত্রে আধার কার্ডে নাম নথিভুক্ত করার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।[আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের]

এদিকে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট একটি রায় জানিয়েছিল আধার কার্ড বাধ্যতামূলক করা হবে না এবং আধার কার্ড না থাকায় কোনও ব্যক্তির প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না।[মিড ডে মিলে আধারকার্ড : আজ রাজপথে তৃণমূল, সংসদেও ঝড় তোলার নির্দেশ মমতার]

মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলক করা কি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা নয়?

২০১৫ সালে, সুপ্রিম কোর্ট জানায়, আধার কার্ড প্রকল্প ঐচ্ছিক এবং যতক্ষণ না আদালত সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ তা বাধ্যতামূলক করা যাবে না।[মিড ডে মিলের জন্য আধার কার্ড ইস্যু : কেন্দ্রের কড়া সমালোচনায় মমতা]

তাহলে সেক্ষেত্রে মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কী শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা নয়?[এবার রেলের টিকিট বুকিংয়েও লাগবে আধার কার্ড]

যদিও কেন্দ্র এই পদক্ষেপের ক্ষেত্রে যুক্তি দিয়েছে, সরকারি কাজকর্ম ও প্রক্রিয়াকে আরও সহজ করতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পরিষেবা আরও স্বচ্ছ, সরল ও অবাধ হবে।

যদিও সরকারের এই পদক্ষেপকে অসংবেদনশীল বলেই মনে করছে একটা বড় অংশই। এই পদক্ষেপের জেরে শীর্ষ আদালতের নির্দেশকে লঙ্ঘন করা হচ্ছে। শুধু সুপ্রিম কোর্ট নয়, ২০১৫ সালের নভেম্বর মাসে সরকারও বলেছিল আধার কার্ড বাধ্যতামূলক নয়।

সরকারের তরফে বলা হয়েছিল, আধার কার্ড না থাকলেও বিকল্প পরিচয়পত্রের মাধ্যমেও সরকারি পরিষেবা পাওয়া যাবে। আধার কার্ড আইনের ৭ধারা অনুযায়ী, যদি কোনও আধার কার্ড নম্বর কোনও ব্যক্তির ক্ষেত্রে নির্ধারিত না করা হয়, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে ভরতুকি, সুবিধা ও পরিষেবা পাওয়ার জন্য অন্য পরিচয়পত্র বা বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

English summary
Is making Aadhar mandatory for midday meal scheme violative of SC directive?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X