For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ানেও এবার চুটিয়ে ইন্টারনেটের ব্যবহার, কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা

আর কিছু দিন বাদ থেকেই বিমান সফরকালে ইন্টারনেট পরিষেবা চালু রাখা যাবে, ভারতের বিমানগুলিতে

Google Oneindia Bengali News

আর কিছু দিন বাদ থেকেই বিমান সফরকালে ইন্টারনেট পরিষেবা চালু রাখা যাবে, ভারতের বিমানগুলিতে। এই বছরের অগাস্টের শেষের দিকে এই নতুন বন্দোবস্ত চালু হতে পারে বলে খবর।

গোটা বিষয়টি নিয়ে খুব শিগগিরিই ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবিষয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে ক্লিয়ারেন্সের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের জয়েন্ট ডিজি, ডিরেক্টর জেনারেল ললিত গুপ্তা।

বিমান সফরকালে কবে থেকে ব্যবহার করা যাবে ইন্টারনেট? জেনে নিন

এই বিষয়ে আন্তর্জাতিক বিমানপরিষেবা সংস্থাগুলি ভারতীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আপাতত আলোচনা শুরু করেছে বলেও এদিন জানান তিনি। উল্লেখ্য, বিশ্বের প্রায় ৭০টি এয়ারলাইন বিমান সফরকালে ইন্টারনেট-এ ইমেল, লাইভ স্ট্রিমিং, সোস্যাল মিডিয়া ব্যবহার, সিনেমা ডাউনলোড ও ইন্টারনেটে ফোন করার মতো সুবিধা দিয়ে থাকে।

ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এমিরেটসের মতো এয়ার লাইন্সের বিমান পরিষেবায় এই সুবিধা পাওয়া যায়। প্রসঙ্গত, ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ভিস্তারা ও জেট এয়ারওয়েজের বিমান সফরে, ডাউনলোড করার মতো লাইব্রেরির এক বিশেষ ব্যবস্থা রয়েছে যা বিনা ইন্টারনেটের ওয়াইফাইতেই কাজ করে।

English summary
Internet on flights in India could soon be a reality. The Centre is likely to permit it by August-end.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X