For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক নারী দিবস : ৯৮ বছর বয়সেও ২০টির বেশি জটিল যোগাসন অবলীলায় করেন ইনি

৯৮ বছর বয়সে ঠিকঠাক করে হাঁটতে পারাটাই বিশাল ব্যাপার। আর এই বয়সে জটিল ২০টি আসন অনায়াসে করে দেওয়া অনেকের কাছেই বিশ্বাসযোগ্য বলেই মনে হবে না হয়তো। তবে নানাম্মল এই অবিশ্বাস্য ঘটনাকে বাস্তব করে দেখিয়েছেন।

Google Oneindia Bengali News

চেন্নাই, ৮ মার্চ : ৯৮ বছর বয়সে ঠিকঠাক করে হাঁটতে পারাটাই বিশাল ব্যাপার। আর এই বয়সে ধনুরাসন, পূর্ণ ভুজঙ্গাসন, সর্বাঙ্গাসনের মতো জটিল ২০টি আসন অনায়াসে করে দেওয়া অনেকের কাছেই বিশ্বাসযোগ্য বলেই মনে হবে না হয়তো। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে আমরা এমনই এক নারীর কাহিনী তুলে ধরব যার কথা শুনলে রূপকথাও হার মানবে।[(ছবি) ইতিহাস রচনা ভারতের, যোগাসনের জন্য নাম উঠল গিনেস বুকে!]

তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা ভি নানাম্মল। বয় ৯৮ বছর। পেশায় যোগাসন প্রশিক্ষক। নানাম্মল ভারতের প্রবীনতম মহিলা যোগগুরু যিনি ২০টিরও বেশি জটিল আসন নমনীয়তার সঙ্গে করতে পারেন। শুধু যোগাভ্যাস নয় নানাম্মল ছাত্রছাত্রীদের যোগাসনের প্রশিক্ষণও দেন। নানাম্মলের ছাত্রছাত্রীদের মধ্যে সব বয়সের মানুষই রয়েছে।[সারমেয়র যোগাসন! হংকংয়ে তৈরি হল নয়া বিশ্বরেকর্ড]

 ৯৮ বছরেও ২০টির বেশি জটিল যোগাসন অবলীলায় করেন ইনি

মাত্র ১০ বছর বয়স থেকে যোগাসন করছেন নানাম্মল। এতবছরে একদিনও যোগাসন বাদ দেননি তিনি। মিডিয়া সূত্রের খবর, মাত্র ১৪ বছর বয়সে তামিলনাড়ুর সশস্ত্র মার্শাল আর্ট 'সিলামবট্টম' প্রতিযোগীতায় জেলা স্তরে জয়ী হয়েছিলেন।[পড়ুয়াদের 'দেশাত্মবোধ'ও 'যোগ'-এর অভ্যাসে 'গ্রেড' দেবে সিবিএসসি]

'সিলামবট্টম' প্রতিযোগীতা জেতার পরই যোগাসন শুরু করেন নানাম্মল। কোয়েম্বাটুরে বাড়িতেই ঠাকুরদার কাছে যোগসন শেখার শুরু। বিয়ের পর নিজের শ্বশুরের কাছ থেকে যোগাসন শিখতে থাকেন তিনি।[(ছবি) পুরুষের স্পার্ম কাউন্ট বাড়াবে এই যোগাসন]

নানাম্মলের দুই ছেল ও তিন মেয়ে রয়েছে। ৯৮ বছর বয়সেও একেবারে ফিট অ্যান্ড ফাইন নানাম্মল।

English summary
International Women’s Day: Meet Nanammal, a 98-year-old fit and flexible Yoga instructor in Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X