For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনদশক পরিষেবা দিয়ে আজ অবসর নিচ্ছে আইএনএস বিরাট

দীর্ঘ তিনদশক পরিষেবা দেওয়ার পরে ভারতীয় নৌবাহিনীর 'এয়ারক্রাফ্ট কেরিয়ার' আইএনএস বিরাটকে কাজ থেকে তুলে নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে ১৯৮৭ সালের ১২ মে কাজে লাগানো শুরু হয় আইএনএস বিরাট নামে এই রণতরী।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ মার্চ : দীর্ঘ তিনদশক পরিষেবা দেওয়ার পরে ভারতীয় নৌবাহিনীর 'এয়ারক্রাফ্ট কেরিয়ার' আইএনএস বিরাটকে কাজ থেকে তুলে নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীতে ১৯৮৭ সালের ১২ মে কাজে লাগানো শুরু হয় আইএনএস বিরাট নামে এই রণতরী। এয়ারক্রাফ্ট কেরিয়ার হিসাবে গিনেস বিশ্ব রেকর্ডসের খাতায় নাম উঠেছে এই নৌবাহনের।

ব্রিটিশ নৌসেনা মহলে আইএনএস বিরাট 'গ্র্যান্ড ওল্ড লেডি' নামে খ্যাত ছিল। ১৯৫৯ সাল থেকে ব্রিটিশ নৌসেনায় সার্ভিস দেওয়ার পরে ১৯৮৭ সালে ৬.৫ কোটি টাকা দিয়ে আইএনএস বিরাটকে কিনে নেয় ভারতীয় নৌসেনা। তখন এটির নাম হয় আইএনএস বিরাট।

তিনদশক পরিষেবা দিয়ে আজ অবসর নিচ্ছে আইএনএস বিরাট

গত অক্টোবরে আইএনএস বিরাটকে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। এদিন সেটিকে অনুষ্ঠানের মাধ্যমে কাজ থেকে তুলে নেওয়া হবে। তবে এরপরে এটিকে কী করা হবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

এর আগে আইএনএস বিক্রান্তকে লোহার দরে বেচে দেওয়া হয়েছে। সেই একই অবস্থা আইএনএস বিরাটের হয় কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি একটি মহল থেকে এটির মধ্যে মিউজিয়াম তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। তবে তার যা খরচ তা যোগান দিতে না পারলে পুরো রণতরীটিকেই বেচে দেওয়া হতে পারে।

English summary
INS Viraat, Indian Navy's flagship aircraft carrier, will retire from service today. The aircraft carrier which holds the Guinness Record for the oldest carrier in service was inducted into the Indian Navy on May 12, 1987.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X