For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনের কথা স্বীকার ইন্দ্রাণীর, সিদ্ধার্থ দাসের ডিএনএ পরীক্ষার তোড়জোড়

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৪ সেপ্টেম্বর : শিনা বোরা হত্যাকাণ্ডের সব সূত্রকে প্রায় এক সুতোয় গেঁথে ফেলেছে মুম্বই পুলিশ। আর এক-দুই দিনের মধ্যেই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া সাংবাদিক সম্মেলন ডেকে গোটা ঘটনার হাল হকিকত সামনে তুলে ধরবেন বলে জানা গিয়েছে। [টাকার লোভেই শিনাকে হত্যা করেন ইন্দ্রাণী!]

বৃহস্পতিবার খার থানায় এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষে জড়িয়ে যাওয়া সকল ব্যক্তিদের নিয়ে জেরায় বসেছিল পুলিশ। মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী, অপর দুই অভিযুক্ত সঞ্জীব খান্না, শ্যাম রাই ছাড়াও ইন্দ্রাণীর স্বামী পিটার মুখার্জী ও প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ দাস। [শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে!]

খুনের কথা স্বীকার ইন্দ্রাণীর, এবার সিদ্ধার্থর ডিএনএ পরীক্ষা


বৃহস্পতিবার শিনা হত্যাকাণ্ডের দায় ইন্দ্রাণী স্বীকার করে নিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে যতক্ষণ তা আদালতে না রেকর্ড করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গ্রাহ্য হবে না। জোর করে বয়ান নেওয়া হয়েছে, এমনটাই পরে বলতে পারেন ইন্দ্রাণীর আইনজীবী। ['আমার মা-ও ইন্দ্রাণী মুখার্জীর মতো একাধিক পুরুষের শয্যাসঙ্গী', দুঃখপ্রকাশ সপ্তম শ্রেণির ছাত্রের]

অন্যদিকে শিনার বাবা বলে দাবি করা সিদ্ধার্থ দাসের ডিএনএ পরীক্ষা করা হতে পারে আজ শুক্রবার। তারপর সেই রিপোর্ট হাতে এলে এবং একইসঙ্গে রায়গড়ের জঙ্গলে উদ্ধার হওয়া হাড়গোড়ের ফরেনসিক রিপোর্ট মিলিয়ে দেখে তবেই সব সত্য সংবাদমাধ্যমে তুলে ধরা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

English summary
Indrani Mukerjea 'admits' to role in Sheena murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X