For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএস-এর হাতে অপহৃত ভারতীয়রা ইরাকে জেলবন্দি, জানালেন বিদেশমন্ত্রী

ইরাকে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস ৩৯ জন ভারতীয়কে অপহরণ করে বন্দি করে রাখে । এমন তথ্য আগেই ছিল। তার ওপর ভিত্তি করে সেই ৩৯ জন ভারতীয়ের পরিবার আশা নিরাশায় দিন কাটাতে থাকে।

  • |
Google Oneindia Bengali News

ইরাকে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস ৩৯ জন ভারতীয়কে অপহরণ করে বন্দি করে রাখে । এমন তথ্য আগেই ছিল। তার ওপর ভিত্তি করে সেই ৩৯ জন ভারতীয়ের পরিবার আশা নিরাশায় দিন কাটাতে থাকে। এবার তাদের ঘরের মানুষকে ঘরে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হল কেন্দ্র। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন , অপহৃত ওই ভারতীয়রা ইরাকের মসুলে জেলবন্দি হয়ে রয়েছেন সম্ভবত।

আইএস-এর হাতে অপহৃত ভারতীয়রা ইরাকে জেলবন্দি, জানালেন বিদেশমন্ত্রী

কিছু দিন হল, আইএস-এর ডেরা মসুলকে, এই কুখ্য়াত জঙ্গি সংগঠনের হাত থেকে মুক্ত করে ইরাকি সেনা। যে সেনাবাহিনীকে এই যুদ্ধে নেতৃত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই খবরের পর থেকেই আশায় বুক বাঁধতে থাকে ওই অপহৃত ভারতীয়দের পরিবার। এদিকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, মসুলের বাদুসে প্রায় ৩ বছর আগে ওই ভারতীয়দের জেলবন্দি করা হয়। তিনি এও জানিয়েছেন যে ওই ভারতীয়দের মুক্তির বিষয়ে তিনি আশাবাদী।

সুষমা স্বরাজ আরও জানান যে, ইরাকের বিদেশমন্ত্রী ইব্রাহিম আল জাফারির ভারত সফরকালে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, আগামী ২৪ জুলাই জাফারির ভারত সফরে আসার কথা। জানা গিয়েছে, আপাতত ওই ভারতীয়রা একটি হাসপাতাল নির্মানের কাজে নিযুক্ত রয়েছেন।

English summary
Giving fresh hope for the families who are awaiting good news on the 39 Indians abducted by the Islamic State in Iraq, External Affairs Minister Sushma Swaraj said that they may be in Mosul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X