For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুলে অপহৃত কলকাতার মেয়ে জুডিথকে উদ্ধার করা হয়েছে, টুইট সুষমা স্বরাজের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ জুলাই : আফগানিস্তানের কাবুলে অপহৃত কলকাতার বাসিন্দা জুডিথ ডিসুজাকে উদ্ধার করা গিয়েছে। আজ, শনিবার ভোরে টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

কাবুলের আগা খান ফাউন্ডেশন সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করতেন বছর চল্লিশের জুডিথ। গত ৯ জুন তাঁর অফিসের বাইকে থেকে তাঁকে অপহরণ করা হয়। গত ১৫ বছর ধরে এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন জুডিথ।[কাবুলে কর্মরত কলকাতার মহিলা বাসিন্দা অপহৃত, পরিবারের সঙ্গে যোগাযোগ বিদেশ মন্ত্রকের!]

কাবুলে অপহৃত কলকাতার মেয়ে জুডিথকে উদ্ধার করা হয়েছে, টুইট সুষমা স্বরাজের

৯ জুন, বৃহস্পতিবার কলকাতায় জুডিথের বাড়িতে আফগান দূতাবাসের তরফে ফোনে জানানো হয় জু়ডিথের অপহরণের খবর। এরপরই বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন জুডিথের বাবা। সুষমা স্বরাজও আশ্বাস দিয়েছিলেন যেভাবেই হোক জুডিথকে ফিরিয়ে আনা হবে। কথা রেখেছে কেন্দ্রীয় সরকার। [কাবুলে অপহৃত জুডিথকে ফেরাতে আফগান রাষ্ট্রপতির কাছে অনুরোধ মোদীজির]

কোথা থেকে কীভাবে জুডিথকে উদ্ধার করা হয়েছে, এই অপহরণের পিছনে কারা ছিল, এই মুহূর্তে জুডিথের শারীরিক অবস্থা কেমন সে বিষয়েও কিছু জানা যায়নি। ['জুডিথকে ফেরানো হবে, সরকার পাশে রয়েছে', আশ্বাস বিদেশমন্ত্রী সুষমার]

তবে উল্লেখ্য, জুডিথ স্বেচ্ছাসেবি সংগঠন আগা খান ফাউন্ডেশনের হয়ে আফগানিস্তানে নারীদের অগ্রগতির লক্ষ্যে কাজ করছিলেন। সেজন্যই তাঁকে অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল।

English summary
Indian Woman Kidnapped In Kabul Rescued, Tweets Sushma Swaraj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X