For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপাল ভূমিকম্প : এবার 'অসংবেদনশীলতা'র অভিযোগে অভিযুক্ত ভারতীয় সংবাদমাধ্যম

Google Oneindia Bengali News

কাঠমান্ডু, ৪ মে : ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের খবর প্রদর্শনে অসংবেদনশীল এবং পক্ষপাতদুষ্টের অভিযোগ উঠল ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে। রবিবার #GoHomeIndianMedia হ্যাশট্যাগের অধীনে সমালোচনা ঝড় উঠল সোস্যাল মিডিয়ায়।

২৫ এপ্রিল নেপালে রিখটার স্কেলে ৭.৯ তীব্রতা সম্পন্ন ভূমিকম্পে এখনও পর্যন্ত ৭২০০ জনের মৃত্যু হয়েছে। ভারতই প্রথম নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।

উদ্ধারকাজের দিক থেকে ভারতকে প্রশংসা দেওয়া হলেও প্রতিমুহূর্তের 'মিডিয়া কভারেজ' নেপালিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

নেপাল ভূমিকম্প : এবার 'অসংবেদনশীলতা'র অভিযোগে অভিযুক্ত ভারতীয় সংবাদমাধ্যম

সোস্যাল মিডিয়াকে মঞ্চ করে নিজেদের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পে ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে রবিবার প্রায় দেড় লক্ষ টুইট অভিযোগ আসে।

ভারতের শয়ে শয়ে সাংবাদিক নেপালে গিয়ে সংবাদ সংগ্রহে জুটেছেন। এই ভয়াবহ ঘটনার পিছনে আরও কত বিষণ্ণতা, দুঃখ, বেদনা লুকিয়ে রয়েছে, তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছে খবর পৌছে দিচ্ছেন।

নেপালি টাইমস-এর প্রবীন সাংবাদিক কুন্দা দিক্ষীত জানিয়েছেন, সবাই নয়, তবে কিছু কিছু নেপালিরা মনে করছেন ভারতীয় সংবাদমাধ্যমের আচরণে যেন কোথাও নিজ দেশপ্রেম বিষয়টা প্রকাশ পাচ্ছে। আর সেই কারণেই হয়তো এধরণের বহিঃপ্রকাশ। বেশ কিছু নেপালি সংবাদমাধ্যমও এই বিষয়ের সঙ্গে সম্মতি জানিয়েছে।

নেপালিরা মনে করছেন ভারতীয় সংবাদমাধ্যম শুধু ভারতীয় সহায়তা, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ এবং ভারতীয় সৈন্যদেরই খালি তুলে ধরা হচ্ছে খবরে। কীভাবে ভারত নেপালের সাহায্য করছে, কীভাবে নেপালে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে এইসবই খবরে দেখানো হচ্ছে।

শুধু তাই নয়, সোস্যাল মিডিয়ায় অভিযোগ, যারা নেপালের ভয়াবহ ভূমিকম্পে বেঁচে গিয়েছেন তাঁদের প্রতি ন্যুনতম সংবেদনশীল নয় ভারতীয় সংবাদমাধ্যম। একজন যিনি ভূমিকম্পে নিজের ছেলেকে হারিয়েছেন, তাঁকে প্রশ্ন করা হচ্ছে, 'আপনার কেমন লাগছে'। কারোর মেডিক্যাল সহয়াতা প্রয়োজন চোখের সামনে দেখা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে তারা সেই পরিস্থিতির উপর খবর পরিবেশনের উপর নজর দিচ্ছে বেশি, এমনও নান অভিযোগে এদিন টুইটার ভরে যায়।

তবে, কুন্দা দীক্ষীতের কথায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এসেছেন এই ঘটনার কভারেজের জন্য। এবং প্রত্যেকেই তাদের দেশের সহযোগিতার আখ্যানই তুলে ধরছে। কিন্তু সে বিষয়ে নেপালিরা অতটা জানতে পারছেন না কারণ এদেশে একমাত্র ভারতীয় সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল দেখতে পাওয়া যায়। আর তা দেখেই ভারতের সম্পর্কে অনেক নেপালিরই দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে।

রবিবারে সোস্যাল মিডিয়ায় নেপালির ক্ষোভের বহিঃপ্রকাশ দেখার পর নেপালের প্রথম সারির সংবাদপত্রে ভারতের রাষ্ট্রদূত রঞ্জিত রাই একটি প্রতিবেদন লেখেন। যাতে তিনি বলেন, নেপালিদের অনুরোধ করব, প্রতিবেশী দেশের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিষয়ে দিল্লির উদ্দেশ্য নিয়ে কোনও সংশয় রাখবেন না মনে। ভারত কখনওই নেপাল নিয়ে রাজনীতি করতে চায় না, এখনও পর্যন্ত এমন কিছু করেওনি। এই ধরণের নেতিবাচক প্রতিক্রিয়ায় যারা কাজ করছে তাদের মনোবলও ভেঙে যাবে। তাই যতটা সম্ভব আমাদের গুজব এড়িয়ে চলতে হবে।

English summary
Nepal earthquake: Indian media faces complaints about 'insensitivity'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X