For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলাম নিয়ে চিনের এই দাবি ওড়াল ভারত

ডোকলাম থেকে ভারতীয় সেনা সরানো দাবি করল চিন। সেনা সরালেই আলোচনার পরিবেশ তৈরি হতে পারে বলে বুধবার জানিয়েছে চিন। অর্থপূর্ণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে পাল্টা জানিয়েছে ভারত

  • |
Google Oneindia Bengali News

ডোকলাম থেকে ভারতীয় সেনা সরানো দাবি করল চিন। সেনা সরালেই আলোচনার পরিবেশ তৈরি হতে পারে বলে বুধবার জানিয়েছে চিন। এই দাবির কথা ভারতকে জানিয়েও দিয়েছে তারা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার ডোভালের চিন সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা এগোয়নি বলেই জানিয়েছে চিন।

অর্থপূর্ণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে পাল্টা জানিয়েছে ভারত।

ডোকলাম নিয়ে চিনের এই দাবি ওড়াল ভারত

গত মাসে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সীমান্তে হওয়া অচলাবস্থা মেটাতে আলোচনার আগে দুপক্ষেরই সেনা প্রত্যাহার জরুরি বলে মতপ্রকাশ করেছিলেন। একইসঙ্গে সীমান্তে চিনের রাস্তা তৈরির বিপক্ষে মত দিয়েছিল ভারত।

ভূটানও বিষয়টি নিয়ে চিনের বিরুদ্ধে চুক্তি সঙ্ঘনের অভিযোগ করেছিল।
চিনের দাবি, ১৮ জুন প্রায় ২৭০ জন ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে চিনের দিকে ১০০ মিটার ঢুকে যায়। এর থেকেই ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়। জুলাই-এর শেষেও ৪০ জন ভারতীয় সেনা এবং একটি বুলডোজার চিনের এলাকায় রয়েছে বলে দাবি করেছে বেজিং।

ডোকলাম নিয়ে চিনের এই দাবি ওড়াল ভারত

চিন এবং ভূটানের মধ্যে সীমান্ত সমস্যা মেটাবে দুইদেশ। এর মধ্যে তৃতীয়পক্ষ হিসেবে ভারতের কিছু করার নেই বলে মন্তব্য করেছে বেজিং।

যদিও ডোকলামে সেনা কমানো নিয়ে চিনের দাবি উড়িয়ে দিয়েছে ভারত। ডোকলামে এখনও ভারতের ৪০০ সেনা রয়েছে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে।

English summary
Indian forces still intact at Doklam, India reacts against China's claim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X