For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দামান: অগ্ন্যুৎপাতের পরও বেড়াতে যাওয়া যাবে ব্যারেন দ্বীপে !

ব্যারেন দ্বীপের ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সেই জায়গা ঘুরে আসতেই পারেন পর্যটকরা। তবে সেখানে যেতে গেলে লাগবে পোর্ট ব্লেয়ার প্রশাসনের তরফে অনুমতি।

  • |
Google Oneindia Bengali News

পোর্ট ব্লেয়ার, ২১ ফেব্রুয়ারি : কিছুদিন আগেই আন্দামানের ব্যারেন দ্বীপে অগ্ন্যুৎপাতের ঘটনায় চাঞ্চল্য ছাড়ায়। হঠাৎই ঘুম ভেঙে জেগে ওঠে ব্যারেন দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরি। তবে এই ঘটনার পর, সেখানে এখন পর্যটকদের ভিড় জমবে কী না তা নিয়ে অনেকর মনেই ছিল প্রশ্ন।

জানা গিয়েছে, ব্যারেন দ্বীপের ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সেই জায়গা ঘুরে আসতেই পারেন পর্যটকরা। তবে সেখানে যেতে গেলে লাগবে পোর্ট ব্লেয়ার প্রশাসনের তরফে অনুমতি। পোর্টব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে আন্দামান সাগরে অবস্থিত এই দ্বিপে চার্টাড নৌকা ভাড়া করে বেড়াতে যান অনেকেই।

আন্দামান: অগ্ন্যুৎপাতের পরও বেড়াতে যাওয়া যাবে ব্যারেন দ্বীপে !

তবে কিছুদিন আগে এই ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে নিঃসৃত হতে থাকে কালো ধোঁয়ার সঙ্গে প্রচণ্ড লাভা। এখনও ক্রমাগত বেরিয়ে চলেছে ছাই ও লাভা। ৫ থেকে ১০ মিনিটের জন্য হলেও উদ্গীরণ ক্রমাগতই লক্ষ করা গিয়েছে এই দ্বীপে।

কিছুদিন আগে, সূর্যাস্তের পর দেখা গিয়েছে আগ্নেয়গিরিটি থেকে প্রবল ধোঁয়ার সঙ্গে বেরিয়ে আসে লাল লাভা। এছা়ড়াও বেশ কয়েকটি কয়লা জাতীয় পদার্থ মিলেছে লাভা নিঃসরণ থেকে। ঘটনাস্থলে পৌঁছে নিঃসরণ থেকে বেরিয়ে আসা পদার্থ গুলি বর্তমানে খতিয়ে দেখছেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওসিয়ানো গ্রাফি এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের বিজ্ঞানীরা।

১৫০ বছর ধরে এই আগ্নেয়গিরি পরিত্যাক্ত থাকার পর, ১৯৯১ সালে প্রথমবার অগ্ন্যুৎগিরণের লক্ষণ দেখা যায় এই আগ্নেয়গিরিতে। এরপর কিছুদিন আগে আবার নতুন করে অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপের আগ্নেগিরিটির জীবন্ত হওয়ার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করছেন বিজ্ঞানীরা।

English summary
The volcanic island is uninhabited and its northern part is, as the name suggests, barren and devoid of vegetation. Indian citizens can visit the island by chartered boats after obtaining permission from the forest department in Port Blair.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X