For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : ২০০৪ সালে পাকিস্তান কথা দিয়েছিল নিজের দেশের মাটিকে কোনওভাবেই সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে দেবে না। তবে সেই কথা তারা রাখেনি। উল্টে পাকিস্তানের মাটি থেকেই বারবার ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে জঙ্গিরা। আর সেজন্যই বুধবার রাতে পাকিস্তানের সীমান্তে ঢুকে জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' চালিয়েছে ভারতীয় সেনা। [ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]

এদিন ভারতীয় সেনার তরফে ডিজিএমও রণবীর সিং সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। তিনি বলেন, ভারতকে দেওয়া কথা রাখেনি পাকিস্তান। বারবার সেদেশের মাটি ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য ব্যবহার করেছে জঙ্গিরা। ফলে সীমান্ত পেরিয়ে ৭টি জঙ্গি ঘাঁটিতে ঢুকে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। এতে অন্তত ৩৮ জন জঙ্গি মারা গিয়েছে। [ সীমান্ত পেরিয়ে সেনার জঙ্গি দমনের খবর আসতেই সেনসেক্সে ধস, সূচক নামল ৫০০ পয়েন্ট]

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার

সেনার তরফে জানানো হয়েছে, গত কয়েকমাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও উরিতে যে হামলা চালানো হয়েছে সেই জঙ্গিরা পাক অধীকৃত কাশ্মীর থেকেই এদেশে এসে হামলা চালিয়েছে। পাক অধীকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে তারা প্রশিক্ষণ নিয়েছে। [সার্জিক্যাল স্ট্রাইক' কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

উরি হামলার পরে যে পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করেই জানা গিয়েছে, সব জঙ্গিরাই পাকিস্তানি ছিল। এবং এদেশে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যেই তাদের সীমান্ত পেরিয়ে ভারতে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

গত কয়েকমাসে অন্তত ২০ বার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করার চেষ্টা হয়েছে। আর প্রত্যেকবারই ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে জঙ্গিদের অসৎ উদ্দেশ্যকে থামিয়ে দিয়ে দেশকে রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। যেকোনও কিছুর জন্যই ভারত তৈরি রয়েছে বলে এদিন জানিয়েছেন সেনাবাহিনীর ডিজিএমও।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলার ঘটনার কথা ইতিমধ্যে পাকিস্তানি সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে। যে জঙ্গিরা উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছে তারা যে পাকিস্তান থেকেই এদেশে এসেছিল তার বিভিন্ন প্রমাণ যেমন জিপিএস সেট, পোশাকে পাকিস্তানি চিহ্ন, আঙুলের ছাপ ইত্যাদি নানা প্রমাণ পাকিস্তান চাইলে তুলে দেওয়া হবে।

বুধবার বিকেলের দিকে সেনার কাছে খবর আসে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছে। তারপরই জঙ্গিদের লঞ্চ প্যাডে হামলা চালায় ভারতীয় সেনা। কোনওরকম উত্তেজনা তৈরি করতে নয়, জঙ্গি দমনই এর একমাত্র উদ্দেশ্য ছিল। ফলে হামলা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সেনার ডিজিএমও জানিয়েছেন।

English summary
Indian Army conducts 'surgical strikes' on Pakistan border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X