For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপাল ভূমিকম্প: 'অপারেশন মৈত্রী' আরও জোরদার করা হল, যদিও অবিরাম বৃষ্টিতে ব্যহত উদ্ধারকাজ

Google Oneindia Bengali News

কাঠমান্ডু, ২৭ এপ্রিল: ভূমিকম্প বিধ্বস্ত নেপালে 'অপারেশন মৈত্রী'-র মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এবার ত্রাণ ও উদ্ধারকাজের পরিমাণ আরও বাড়াল ভারত। ১৩টি সেনা বিমান এবং চপার পাঠানো হয়েছে উদ্ধারকাজের জন্য। শনিবারে নেপালের ভূমিকম্পে এখনও পর্যন্ত ৩২০০ জনের মৃত্যু হয়েছে। ভারতেই ৬২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।[ (ভিডিও) ৭.৫ তীব্রতার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের নানা জায়গা, সঙ্গে কলকাতাও]

তবে, উদ্ধারকার্যে বাধ সেধেছে অবিরাম বৃষ্টি। রবিবার রাত পর্যন্ত অবিরাম ভারি বৃষ্টির জেরে নেপালে উদ্ধারকাজ প্রচণ্ডভাবে ব্যহত হয়েছে। তার উপর ভূমিকম্পের 'আফটার শক' তো আছেই। গত ২ দিনে ৬৬ বার কম্পন হয়েছে নেপালের ভূমিতে। বৃষ্টির জেরে ব্যহত হয়েছে ত্রাণের কাজও। কারণ বৃষ্টির জেরে প্রায় ২-৩ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কাঠমান্ডুর রানওয়ে। তারপরে ফের আফটার শকের জেরে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি কর্মীদের বিমানবন্দর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। [ (ছবি) ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য, প্রকৃতির কাছে অসহায় মানুষ]

নেপাল ভূমিকম্প: 'অপারেশন মৈত্রী' আরও জোরদার করা হল, যদিও অবিরাম বৃষ্টিতে ব্যহত উদ্ধারকাজ

যদিও পরে ফের কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়ে চালু করা হলেও দিল্লি থেকে ত্রাণ নিয়ে উড়ে যাওয়া একটি বিমানকে কাঠমান্ডু যাওয়ার আগেই মাঝপথ থেকেই এলাহবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয় কারণ খারাপ আবহাওয়ার জের। [ এভারেস্টে তুষারধ্বসে ৬৫ জনের মৃত্যু, জোরকদমে চলছে উদ্ধারকার্য]

তবে নেপালে উদ্ধারকার্যে এগিয়ে এসেছে ভারত, বিদেশ সচিব এশ জয়শঙ্কর জানিয়েছেন ১৩টি সেনা বিমান ছাড়াও ৩৫ টি বাসে সড়কপথে আটকে পরা মানুষদের ফেরত নিয়ে আসার কাজ চলছে। ১৯৩৫ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।

১০ টন কম্বল, ৫০ টন জল, ২২ টন খাবার এবং ২ টন ওষুধপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতেই শুধু এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যু হয়েছে।

কাঠমান্ডুর পরিস্থিতি এই মুহুর্তে অত্যন্ত খারাপ। ধ্বংসপ্রায় কাঠমাণ্ডতে বিদ্যুৎ নেই। যোগাযোগের উপায় ক্ষীণ। খুব শীঘ্রই জলের সরবরাহও দুর্লভ হতে চলেছে। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি তাঁরাও বাড়ির ভিতরে ঢুকতে ভয় পাচ্ছেন। প্লাস্টিকের ছাউনির নীচেই দিন গুনছেন তারা।

রবিবার দুপুরে নেপালে যে আফটার শক অনুভূত হয় তার তীব্রতা রিখটার স্কেলে ছিল ৬.৭ এবং এদিনই রাত ১০ টার কিছু আগে আরও একটি ৫.৪ তীব্রতাসম্পন্ন আফটার শক অুভূত হয়।

English summary
India has scaled up 'Operation Maitri',Rain and aftershocks have hampered rescue work in Nepal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X