For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনার হাতে এল আধুনিক চালকহীন ট্যাঙ্ক 'মন্ত্র'

সেনাবাহিনীর হাতে চলে এল রিমোট চালিত ট্যাঙ্ক 'মন্ত্র'। মাইন বোমা রয়েছে কিনা তা দেখা, পারমাণবিক ও জৈব হামলা হতে পারে এমন এলাকা খুঁজে বের করতে পারবে এই ট্যাঙ্কার।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এল রিমোট চালিত ট্যাঙ্ক 'মন্ত্র'। মাইন বোমা রয়েছে কিনা তা দেখা, পারমাণবিক ও জৈব হামলা হতে পারে এমন এলাকা খুঁজে বের করতে পারবে এই ট্যাঙ্কার। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়াতে ও সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় সেনার হাতে এল আধুনিক চালকহীন ট্যাঙ্ক 'মন্ত্র'

[আরও পড়ুন:মহাকাশে গেলেও হারিয়ে যাওয়ার ভয় নেই, সাহায্য হাজির হবে গুগল ম্যাপ][আরও পড়ুন:মহাকাশে গেলেও হারিয়ে যাওয়ার ভয় নেই, সাহায্য হাজির হবে গুগল ম্যাপ]

মাওবাদী অধ্যুসিত এলাকায় এই ট্যাঙ্কার ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি ও বরেণ্য বিজ্ঞানী প্রয়াত এপিজে আবদুল কালামকে শ্রদ্ধার্ঘ জানিয়ে দুটি নতুন অস্ত্র সমেত ট্যাঙ্ক সাজানো হয়েছিল।

ভারতীয় সেনার হাতে এল আধুনিক চালকহীন ট্যাঙ্ক 'মন্ত্র'

মন্ত্র-এস তৈরি করা হয়েছে মানবহীন ট্যাঙ্কার হিসাবেও যাতে পাহারা দেওয়ানো যায়। এদিকে মন্ত্র-এম তৈরি করা হয়েছে মাইন পোঁতা থাকলে তা খুঁজে বের করার জন্য। এর পাশাপাশি মন্ত্র-এন রয়েছে পারমাণবিক রেডিয়েশন ও জৈব অস্ত্র থাকলে তা খুঁজে বের করে দেওয়ার জন্য।

[আরও পড়ুন:আপনি বুদ্ধিমান হলে বেশিদিন বাঁচবেন, দেখুন কী বলছে সমীক্ষা][আরও পড়ুন:আপনি বুদ্ধিমান হলে বেশিদিন বাঁচবেন, দেখুন কী বলছে সমীক্ষা]

ডিআরডিও-র বিজ্ঞানীরা এই ট্যাঙ্কারটি বানিয়েছেন। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার, ক্যামেরা ইত্যাদি রয়েছে। এটি ১৫ কিলোমিটার দূরের বস্তুও সহজেই চিহ্নিত করে ফেলতে পারবে।

English summary
India's first unmanned tank developed by the Defence Research and Development Organisation (DRDO) has been rolled out of the Chennai lab.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X