For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৩ সালে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ইউপিএ সরকারও, দাবি পি চিদাম্বরমের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ অক্টোবর : গত বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। ঘটনায় মোট ৭টি জঙ্গি লঞ্চ প্যাড উড়িয়ে দেওয়া ছাড়াও অন্তত জনা ৪০ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে জানায় ভারতীয় সেনা। এই ঘটনার পর থেকে সারা বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

পাকিস্তান সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে এই প্রসঙ্গে প্রমাণ দাখিল করে সারা বিশ্বে নওয়াজ শরিফের দেশকে প্রায় একঘরে করে দিয়েছে ভারত। ভারতের সার্জিক্যাল স্ট্রাইককেও তাই সমস্ত দেশ সমর্থন করেছে। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

২০১৩ সালে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালায় ইউপিএ সরকারও!

তবে এহেন সার্জিক্যাল স্ট্রাইক ২০১৩ সালে ইউপিএ সরকারের আমলেও চালানো হয়েছিল। এমনই দাবি করেছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। ইউপিএ আমলে তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি জানিয়েছেন, ২০১৩ সালের জানুয়ারিতে এমনভাবেই বড়সড় প্রত্যাঘাত আমরা করেছিলাম। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এমন সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটালেও তা জনসমক্ষে আনা হয়নি। এমন ঘটনা সীমান্তের ওপার থেকে সন্ত্রাসের আমদানি বন্ধ করতে কতটা সক্ষম হচ্ছে সেবিষয়ে বিশদে পর্যালোচনা করারও পরামর্শ দিয়েছেন তিনি। [সিন্ধু জল চুক্তি নিয়ে বিস্তারিত জেনে নিন]

তবে এর পাশাপাশি পি চিদাম্বরম এটাও বলতে ভোলেননি যে এমন সময়ে রাজনীতি ভুলে কংগ্রেস সবসময় নরেন্দ্র মোদীর সরকারের পাশে রয়েছে। তবে সবদিক বিচার করে দায়িত্বশীল পদক্ষেপ করবে কেন্দ্র, এমনটাও আশাপ্রকাশ করেছেন তিনি।

English summary
India conducted major surgical strike in 2013, says Chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X