For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলাম নিয়ে ভারত নাকি 'ভুল স্বীকার' করেছে, দাবি চিনা বিদেশমন্ত্রীর

ভারতীয় সেনাই যে চিন সীমান্ত অতিক্রম করেছে তা মেনে নিয়েছে ভারত। এমনই দাবি করলেন চিনা বিদেশমন্ত্রী ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনাই যে চিন সীমান্ত অতিক্রম করেছে তা মেনে নিয়েছে ভারত। এমনই দাবি করলেন চিনা বিদেশমন্ত্রী। সেইসঙ্গে ডোকলামে চিন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা আরও একবার মনে করিয়ে দিল বেজিং।

[আরও পড়ুন:চিনকে জব্দ করতে সীমান্তের এই রাজ্যে সুড়ঙ্গপথ নির্মাণ করতে চলেছে ভারত][আরও পড়ুন:চিনকে জব্দ করতে সীমান্তের এই রাজ্যে সুড়ঙ্গপথ নির্মাণ করতে চলেছে ভারত]

ডোকলাম নিয়ে হাস্যকর দাবি চিনা বিদেশমন্ত্রীর

গত একমাসেরও বেশি সময় ধরে ডোকলামে ভারত ও চিনা সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। ডোকলামকে চিন নিজেদের এলাকা বলে দাবি করলেও সেই দাবি খারিজ করে আসছে ভারত ও ভুটান দুই রাষ্ট্রই। এই পরিস্থিতিতে প্রায় রোজই ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে চিন। চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসেও রোজই মুণ্ডপাত করা হচ্ছে ভারতের। এমনকী যুদ্ধ করে ভারতের কাছ থেকে নিজেদের এলাকা ছিনিয়ে আনার হুমকিও দেওয়া হচ্ছে

এই উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, ভারতের শীর্ষ কর্তারাও প্রকাশ্যে বলছেন যে চিনা সেনা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি, তার মানে এই দাঁড়ায় যে ভারতীয় সেনাই চিনা ভূখণ্ডে ঢুকে বলে আছে। এই প্রথম সীমান্তে উত্তেজনা নিয়ে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী। এদিকে এই সপ্তাহের শেষেই চিনে ব্রিকস রাষ্ট্রগুলির আধিকারিকদের বৈঠকের কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সেক্ষেত্রে বেজিংয়ের সঙ্গে আলোচনার রাস্তাও খোলাই রেখেছে ভারত। অবশ্য যুদ্ধ নিয়ে ভারতের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। ভারত এখনও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাইছে।

সিকিমের ডোকলাম সীমান্ত দিয়ে যে রাস্তাটি চিন তৈরি করতে চাইছে,তাতে চিকেনস নেক বা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী রাস্তাটিকে সহজেই ব্যবহার করতে পারবে চিন। এখানেই আপত্তি ভারতের।

English summary
India has 'admitted' that its soldiers crossed into Chinese territory, claimed China's Foreign Minister. China again demanded India to withdraw its troops.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X