For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লজ্জা! ৫০ টাকা কম পড়ায় সিটি স্ক্যান করল না হাসপাতাল, শিশুমৃত্যু রাঁচিতে

হাসপাতালে অসহায়ভাবে মারা গেল এক বছরের একটি শিশু। পরিবারের কাছে ৫০ টাকা কম পড়ায় সিটি স্ক্যান করেনি হাসপাতাল। যার ফলে শিশুটির মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

রাঁচির হাসপাতালে অসহায়ভাবে মারা গেল এক বছরের একটি শিশু। পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিল শিশুটি। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে সিটি স্ক্যান করতে বলা হয়। তবে পরিবারের কাছে ৫০ টাকা কম পড়ায় সিটি স্ক্যান করেনি হাসপাতাল। যার ফলে শিশুটির মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

৫০ টাকা কম পড়ায় সিটি স্ক্যান করল না হাসপাতাল

শিশুটির নাম শ্যাম কুমার। মাটিতে পড়ে আঘাত লাগার পরে তাকে রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে নিয়ে আসা হয়েছিল। সেখানে সিটি স্ক্যানের খরচ ১৩৫০ টাকা। তবে বাবা সন্তোষ কুমারের কাছে মাত্র ১৩০০ টাকা ছিল।

পুলিশ জানিয়েছে, ল্যাবে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি জানান ৫০ টাকা কম রয়েছে। তবে সিটি স্ক্যান যেন করে দেওয়া হয়। তবে অভিযোগ সেখানে তাঁর ছেলের সিটি স্ক্যান করে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

এসবের মাঝেই উপায় না দেখে সন্তোষ কুমার এক বন্ধুকে ফোন করে বাকী টাকা নিয়ে হাসপাতালে আসতে বলেন। তবে ততক্ষণে শিশুটি মারা গিয়েছে।

English summary
In Ranchi, Jharkhand, A baby dies as father short of 50 rupees for CT scan in Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X