For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা দেননি, তবে উপায় এখনও আছে

যাঁরা ৫ অগাস্টের মধ্যে আয়কর রিটার্ন জমা দেননি, কিংবা দিতে পারেননি তাঁরা ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত সময় পাবেন। এ ক্ষেত্রে ১৩৯(১) ধারায় আয়কর রিটার্ন ফাইল না করে তার পরিবর্তে ১৩৯(৪) ধারায় ফাইল করতে হবে

  • |
Google Oneindia Bengali News

প্রতিবছরই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ থাকে ৩১ জুলাই। কিন্তু শেষ দিন তথা ৩১ জুলাই বেশি চাপ পড়ে যাওয়ায় আয়কর দফতরের সার্ভার ধীর গতিতে চলায় অনেকেই রিটার্ন জমা করতে পারেননি। পরে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৫ অগাস্ট করা হয়। কিন্তু এই সময়ের মধ্যেও যাঁরা আয়কর রিটার্ন জমা দেননি তাঁদের জন্যও রয়েছে বেস কিছু উপায়:

সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা দেননি, তবে উপায় এখনও আছে

১) যাঁরা ৫ অগাস্টের মধ্যে আয়কর রিটার্ন জমা দেননি, কিংবা দিতে পারেননি তাঁরা ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত সময় পাবেন

২) এ ক্ষেত্রে একটাই পার্থক্য, ১৩৯(১) ধারায় আয়কর রিটার্ন ফাইল না করে তার পরিবর্তে ১৩৯(৪) ধারায় ফাইল করতে হবে

৩) সঠিক সময়ে রিটার্ন জমা না দেওয়ার জন্য কিছু সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন

৪) ঠিক সময়ে রিটার্ন জমা না দেওয়ার কারণে বকেয়া করের ওপর মাসে ১ শতাংশ হারে সুদ চাপতে পারে

৫) ২৭১এফ ধারায় অ্যাসেসিং অফিসার রিটার্ন দেরিতে জমা দেওয়ার জন্য আপনাকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন

English summary
If you miss the deadline of income tax return filing, there is some way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X