For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালু প্রসাদের পাটনার বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি

হাজার কোটি টাকা বেনামি সম্পত্তি মামলায় পাটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতে অয়কর বিভাগের তল্লাশি অভিযান শুরু হয়। এই সংক্রান্ত মামলায় দিল্লি ও গুরগ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় আয়কর বিভাগ।

Google Oneindia Bengali News

হাজার কোটি টাকা বেনামি সম্পত্তি মামলায় পাটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতে অয়কর বিভাগের তল্লাশি অভিযান শুরু হয়। এই সংক্রান্ত মামলায় দিল্লি ও গুরগ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় আয়কর বিভাগ।

ভারতীয় জনতা পার্টি বা আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি শুরু হয় জমি সংক্রান্ত তছরুপের মামলায়। এই মামলায় ১ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে লালুপ্রসাদ যাদবের পরিবারর সদস্যদের বিরুদ্ধে।

লালু প্রসাদের পাটনার বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি

ঘটনায় ক্ষুব্ধ লালুপ্রসাদ যাদব তোপ দেগেছেন বিজেপি নেতা সুশীল মোদীর বিরুদ্ধে। তিনি বলেন, " বিজেপির এজেন্ট হচ্ছেন সুশীল কুমার মোদী , উনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যাতে আমি জেলে যাই। আমি আদালত থেকে নিশ্চয়ই ন্যাচ বিচার পাব। বিজেপির বিরুদ্ধে পাটনার গান্ধী ময়দানে ২৭ অগাস্ট মিছিল বের করা হবে। "

এদিকে বিজেপির অভিযোগ যে সংস্থার নামে জমি কেনেন লালুর পরিবারের সদস্যারা, তা ভুয়ো। সেই সংস্থায় কোনও কর্মী নেই, আয় ব্যায়ের হিসাবে নেই।

{promotion-urls}

English summary
I-T conducts raids in Delhi, Gurugram on charges of benami land deals involving Lalu Prasad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X