For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুকিং সত্ত্বেও মহিলা পর্যটককে থাকতে দিল না হায়দরাবাদের হোটেল, কারণ জানলে মেজাজ হারাতে পারেন

বিদেশ থেকে ভারতে আসা মহিলাকে বুকিং থাকা সত্ত্বেও থাকতে দিল না হায়দরাবাদের এক হোটেল কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

একটি জনপ্রিয় ট্রাভেল ওয়েবসাইট হায়দরাবাদের একটি হোটেলকে তালিকা থেকে সরিয়ে দিল। অভিযোগ, বিদেশ থেকে ভারতে আসা মহিলাকে বুকিং থাকা সত্ত্বেও থাকতে দেয়নি ওই হোটেল কর্তৃপক্ষ।

একলা মহিলার সঙ্গে এই বৈষম্যমূলক আচরণের জন্য নিজেদের তালিকা থেকে বাদ দিয়েছে জনপ্রিয় ট্রাভেল ওয়েবসাইটটি। জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে ২৪ জুন হায়দরাবাদে আসেন নুপূর সারস্বত। আগে থেকেই ট্রাভেল ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা ছিল। তবে একলা হওয়ার অজুহাত দেখিয়ে নুপূরকে ঢুকতেই দেওয়া হয়নি।

বুকিং সত্ত্বেও এক মহিলাকে থাকতে দিল না হায়দরাবাদের হোটেল

একদিন পরে ঘটনাটি স্যোশাল মিডিয়ায় জানান নুপূর। হায়দরবাদের হোটেলটির নাম ডেকান এরাগাড্ডা। একলা মহিলা পর্যটক হওয়ার কারণেই তাঁকে এই হেনস্থার শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

স্যোশাল মিডিয়ায় পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। ট্রাভেল ওয়েবসাইটের তরফে ক্ষমা চেয়ে অন্য হোটেলে থাকার ব্যবস্থা করানো হয়। তবে ডেকান এরাগাড্ডা হোটেল কর্তৃপক্ষের সাফ দাবি, এভাবে একাকী মহিলাকে হোটেলে রাখা তাদের নিয়মবিরুদ্ধ। কোনওভাবেই এই নিয়ম বদল সম্ভব নয়।

English summary
Hyderabad hotel delisted after it denied entry to 'single lady'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X