For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ অগাস্ট 'কালা দিবস' পালন করবে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতারা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১২ অগাস্ট : আগামী ১৪ অগাস্ট জম্মু ও কাশ্মীরে হুরিয়ত কনফারেন্সের নেতারা পাকিস্তানে শান্তি বজায় রাখতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করবে। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ অগাস্টের দিন 'কালা দিবস' পালন করবে হুরিয়তের বিচ্ছিন্নতাবাদী নেতারা। এমনকী সেদিন কাউকে উৎসবে যোগ দিতেও দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তারা। ['শহিদ' আখ্যা দিয়ে জঙ্গি বুরহানের পোস্টারে মুড়ল পাকিস্তানের ট্রেন]

সম্প্রতি হুরিয়ত কনফারেন্স নিজেদের তরফে জানিয়েছে, ১৪ অগাস্ট পাকিস্তানে শান্তি কায়েম রাখতে প্রতিবার নমাজের পর বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে। এছাড়া কার্ফু বিধ্বস্ত কাশ্মীরে কালা দিবসও পালন করা হবে। [এই দেশে স্মার্টফোনের চেয়েও সস্তা একে ৪৭, কালাশনিকভ রাইফেল!]

১৫ অগাস্ট কাশ্মীরে 'কালা দিবস' পালন করবে হুরিয়ত নেতারা!

জানা গিয়েছে, আগামী ১৫ অগাস্ট যে সমস্ত জায়গায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, সেইসমস্ত জায়গায় রাস্তা আটকে প্রতিবাদ দেখানো হবে। এমনকী জেলা কমিশনারদের হুমকি দিয়ে বলা হয়েছে যাতে জম্মু ও কাশ্মীরের কোনও জায়গায় ভারতের জাতীয় পতাকা না তোলা হয়। [কাশ্মীরে অশান্তির পিছনে রয়েছে লস্কর জঙ্গিরা]

হুরিয়তের তরফে কাশ্মীরবাসীকে বলা হয়েছে, ছেলেমেয়েদের স্বাধীনতা দিবসের উৎসবে যোগ না দিতে। শুধু তাই নয়- বাড়ি, দোকান, বাজার, স্থানীয় এলাকার মোড়ে মোড়ে কালো পতাকা চাঙিয়ে, কালো পোশাক পরে প্রতিবাদ জানাতে বলা হয়েছে। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

আগামী ১৩ থেকে ১৮ অগাস্ট পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চলবে। এছাড়া রাতে সেনা ও উপত্যকার পুলিশের অত্যাচার বন্ধ করতেও হুরিয়ত সমর্থকেরা রাস্তায় থাকবে বলে জানা গিয়েছে।

English summary
Hurriyat Conference says it will observe a black day on 15th August in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X