For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সলমন মামলার রায়ের উত্তাপে হাত সেঁকতে গিয়ে জোর ছ্যাঁকা খেলেন শিল্পী অভিজিৎ

Google Oneindia Bengali News

মুম্বই, ৭ মে : ২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় ৫ বছরের কারাদণ্ড হলেও হাই কোর্টের থেকে ২ অন্তর্বতী জামিন পেতে সফল হয়েছেন অভিনেতা সলমন খান। যদিও সলমনের হয়ে গলা ফাটাতে গিয়ে নিজের জন্যই সমস্যা ডেকে আনলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।[কুকুরের মতো রাস্তায় শুয়ে থাকলে তাদের কুকুরের মতোই মরতে হবে : অভিজিৎ]

বুধবার সলমনের সাজা ঘোষণার পর টুইটারে অভিজিতের অমানবিক মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে। অভিজিৎ টুইট করে বলেন, "কুকুরের মতো রাস্তায় শুয়ে থাকলে তাদের কুকুরের মতোই মরতে হবে। রাস্তা তো কারও বাবার নয়।" যদিও দিনের শেষে সমালোচনার মুখে পড়ে আত্মপক্ষ সমর্থনে বলেন, তিনি বলতে চেয়েছিলেন কেন ফুটপাথবাসীরা কুকুরের মতো জীবনযাপনে বাধ্য হয়?

সলমন মামলার রায়: প্রচারের আলোয় আসতে গিয়ে আইনি গেঁড়োয় অভিজিৎ

যদিও অভিজিতের সে যুক্তি ধোপে টেকেনি। ক্ষমা চাওয়া সত্ত্বেও আইনি বিপদ এড়াতে পারেননি তিনি। জয়পুরের এক সমাজকর্মী সুরজ সোনি ঝোটওয়াড়া থানায় শিল্পীর মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

শুধু টুইটারে মন্তব্য করা নয়, বিভিন্ন সংবাদ চ্যানেলে গিয়ে নিজের কুৎসিত মন্তব্যের সমর্থনে তর্ক করতেও দেখা গিয়েছে অভিজিৎকে। তবে শেষ মেষ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

তবে সমালোকদের একাংশের মতে প্রচারের আলোতে আসার জন্যই এসব করেছেন অভিজিৎ। দীর্ঘদিন হাতে ভাল গান নেই, বলিউের বড় ব্যানারে অফার নেই। ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন তিনি। এদিন হিট অ্যান্ড রান মামলার রায়ের কারণে খবরের শিরোনামে ছিলেন সলমন। সলমনের সাজার উত্তাপে তাই হাত সেঁকার চেষ্টা করেছিলেন অভিজিৎ। তবে বুঝতে পারেননি এভাবে ছেঁকা খাবেন।

English summary
How singer Abhijeet's 'publicity stunt' went wrong during Salman Khan verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X