For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন কীভাবে হাইকোর্টে জামিন পেতে পারেন সলমন খান

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ মে : অনিচ্ছাকৃত খুনের মামলায় মুম্বই দায়রা আদালত পাঁচ বছরের সাজা শুনিয়েছে বলিউড তারকা সলমন খানকে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন দাবাং খানের আইনজীবীরা।

সাজা শোনানোর আগে বিচারক সলমন খানকে বলেন, সেদিন মদ্যপ অবস্থায় আপনিই গাড়ি চালাচ্ছিলেন তা প্রমাণিত হয়েছে। লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন আপনি। আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত। এবিষয়ে সলমনের কিছু বলার আছে কি না জানতে চান বিচারক। বিচারকের প্রশ্নে কোনও উত্তর দেননি সলমন। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার রায় তারপরই ঘোষণা করে আদালত।

জেনে নিন কীভাবে হাইকোর্টে জামিন পেতে পারেন সলমন খান


আইনজীবী সূত্রে জানা গিয়েছে হাইকোর্টে আবেদন করলে জামিন পেয়ে যেতে পারেন সলমন খান। কীভাবে? আসুন জেনে নিই আইনজীবীদের পরামর্শ।
  • হাইকোর্টে আবেদন করবেন সলমনের আইনজীবী।
  • মামলার পুরো কপি নিম্ন আদালত থেকে হাতে পাওয়ার পরই আবেদন করা হবে।
  • এদিন হাইকোর্টে আবেদন করতে পারলেও আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা কম সলমনের মামলার।
  • সেক্ষেত্রে আগামিকাল অথবা পরশু সলমনের আইনজীবীর আবেদন শুনতে পারে উচ্চ আদালত।
  • জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত সাজাপ্রাপ্তের জীবনপঞ্জী খতিয়ে দেখবে।
  • এটি একটি অনিচ্ছাকৃত খুনের মামলা। সরাসরি খুনের মামলা নয়।
  • ঘটনার পর থেকে কীরকম জীবনযাপন করেছেন সলমন, অন্য কোনও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন কিনা তা দেখা হবে।
  • জামিন পেলে সলমন বিদেশে পালিয়ে যেতে পারে কিনা তা খতিয়ে বিচার করবেন বিচারপতি।
  • সলমনের অসুস্থতার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
  • গত কয়েক বছরে সলমনের চ্যারিটির বিষয়টিও গুরুত্ব পেতে পারে জামিনের ক্ষেত্রে।
  • এসবই খতিয়ে দেখে উপযুক্ত মনে হলে তবেই জামিন পেতে পারেন সলমন খান। তবে আপাতত তাঁকে আজ এবং আগামি কয়েকদিন জেলে থাকতে হতে পারে।
English summary
How Salman Khan can get bail from HC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X