For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশ নয়, মশার খপ্পরে পড়ে ঘোর বিপদে শিনা বোরা হত্যার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৮ অক্টোবর : শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জীর জেলে গিয়েও স্বস্তি নেই। এতদিন পুলিশি জেরায় প্রাণপাত হয়েছে। তা থেকে খানিক রেহাই পাওয়ার পর ইন্দ্রাণী এবার পড়েছেন মশার খপ্পরে। আর তাতে একেবারে প্রাণপাত অবস্থা তার। [শিনা বোরা হত্যাকাণ্ড : রাজসাক্ষী হতে রাজি ড্রাইভার শ্যাম রাই]

জানা গিয়েছে, জেলের মধ্যেই মশার কামড় খেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইন্দ্রাণী। অসুস্থ ইন্দ্রাণীর রক্তের প্লেটলেট অনেক নিচে নেমে গিয়েছে। ফলে এবার তার রক্ত পরীক্ষার প্রয়োজন হবে। সেজন্য আদালতের প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। [২০০৯ সালেই শিনা বোরাকে হত্যার চেষ্টা করে ইন্দ্রাণী মুখার্জী!]

পুলিশ নয়, মশার খপ্পরে পড়ে ঘোর বিপদে ইন্দ্রাণী মুখার্জী

এর কিছুদিন আগে জেলের মধ্যেই অচৈতন্য অবস্থায় ইন্দ্রাণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মাত্রাতিরিক্ত ড্রাগ নেওয়াতেই এমন হয়েছে বলে খবর রটে। যদিও ইন্দ্রাণী তা অস্বীকার করেছিলেন। [শিনা বোরা কাণ্ডে নয়া ট্যুইস্ট : তিন বছর আগের দেহাবশেষের সঙ্গে মিলল না ডিএনএ]

প্রসঙ্গত, শিনা বোরাকে হত্যার দায়ে গত অগাস্ট মাসে ইন্দ্রাণী মুখার্জী, তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও গাড়ি চালক শ্যাম রাইকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সেই সময় থেকে প্রথমে বিচারবিভাগীয় হেফাজত ও পরে জেল হেফাজতে রাখা হয় অভিযুক্তদের। [ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]

ইন্দ্রাণী মুখার্জী ও তার প্রথম প্রেমিক সিদ্ধার্থ দাসের সন্তান হল শিনা বোরা। তবে শিনাকে কখনই নিজের মেয়ে বলে জনসমক্ষে প্রকাশ করতেন না ইন্দ্রাণী। শিনা তার বোন, এটাই জানত গোটা দুনিয়া। [শিনা বোরা হত্যা : জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী]

English summary
How Mosquitoes brought more trouble for Indrani Mukerjea in jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X