For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মায়ের রান্নাঘরে কীভাবে বানাবে বোমা'- শেখাচ্ছে IS টেক্সট বই

ভোপাল ট্রেন বিস্ফোরণের তদন্তে নেমে একটি বই হাতে পেয়েছিল তদন্তকারী দল। সেই বইয়েরই একটা অধ্যায়, "মায়ের রান্নাঘরে কীভাবে বোমা তৈরি করা যায়।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৭ মার্চ : ভোপাল ট্রেন বিস্ফোরণের তদন্তে নেমে একটি বই হাতে পেয়েছিল তদন্তকারী দল। সেই বইয়েরই একটা অধ্যায়, "মায়ের রান্নাঘরে কীভাবে বোমা তৈরি করা যায়।" তদন্তকারীদের দাবি ৯ সদস্যের এই মডিউলই ট্রেন বিস্ফোরণের পিছনে ছিল।['A ফর AK47, B ফর Bomb' আইএস জঙ্গিদের বইয়ের সহজপাঠ কেমন, জেনে নিন]

যারা এই বিস্ফোরণ ঘটিয়েছিল তারা কিন্তু পেশাদার নয়। সূত্র অন্তত এমনটাই বলছে। এই মডিউল সদস্যরা আইএসআইএস মনোভাবাপন্ন একটি ওয়েবসাইট থেকে বোমা বানানো শেখার জন্য একটি বই ডাউনলোড করে।[ইরাকে বাচ্চা ও প্রতিবন্ধীদের দিয়ে জোর করে আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএসআইএস]

'মায়ের রান্নাঘরে কীভাবে বানাবে বোমা'- শেখাচ্ছে IS টেক্সট বই

বইটির প্রথম অধ্যায়ই হল "মায়ের রান্নাঘরে কীভাবে বানাবে বোমা"। এই বইয়ের বোমা বানানোর নির্দেশিকা দেখেই কীভাবে বোমা বানাতে হবে তা শেখে ওই ৯ জঙ্গি। তারপর নিজেরা পাইপ বোমা তৈরি করে। তদন্তকারীরা জানিয়েছেন, বোমার তীব্রতা কম ছিল।[জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?]

তদন্তকারীরা ৯ জনের মধ্যে এক সদস্যের লেখা একটি চিঠিও পেয়েছেন। যদিও চিঠিটি ভাল অবস্থায় নেই। তবে চিঠিতে লেখা রয়েছে "বাগদাদীর তরফ থেকে উপহার"। এখানে বাগদাদী বলতে আইএসআইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদীর কথা বলা হয়েছে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

তদন্তে এও উঠে এসেছে যে এই ঘটনায় অভিযুক্ত ফকর ই আলম অস্ত্রশস্ত্রের জোগান দিত। যারা বেআইনি অস্ত্র কারবার করত তাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলত এই ব্যক্তি।

English summary
How to make a bomb in the kitchen of your mom - The new IS text book
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X