For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির পাঁচ তারা হোটেলে মহিলাকর্মীর শ্লীলতাহানি, অভিযোগ জানানোয় চাকরি গেল প্রতিবাদীর

ম্যানেজারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ করায় চাকরি গেল হোটেলের মহিলা কর্মচারির। খবর ছড়িয়ে পড়ায় বরখাস্ত করা হয়েছে অভিযুক্তকেও।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

কর্মক্ষেত্রে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করায় চাকরি গেল অভিযোগকারিণীরই। অবশ্য ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয় অভিযুক্ত সিকিউরিটি ম্যানেজারকেও। ঘটনাটি ঘটেছে দিল্লির পাঁচ তারা প্রাইড প্লাজা হোটেলে।

ঘটনাটি ঘটেছে গত ২৯ জুলাই। দিল্লির প্রাইড প্লাজা পাঁচতারা হোটেলে কর্মরত ওই মহিলার সেদিন জন্মদিন ছিল। হোটেলের সিকিউিরিটি ম্যানেজার পবন দাহিয়া ওই মহিলাকে নিজের ঘরে ডেকে বসতে বলেন। সেসময়ে ওই ঘরে আরও একজন আধিকারিকও ছিলেন। কিন্তু বসতে রাজি না হওয়ায় পবন দাহিয়া তাঁর শাড়ি ধরে টানতে থাকেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এসব যখন চলছিল তখন ঘরে থাকা আরেক আধিকারিক কোনও কথা না বলে নীরবে ঘর থেকে বেরিয়ে যান। গোটা ঘটনাই রেকর্ড হয় সিসিটিভিতে।

এরপরই এইচআর বিভাগে অভিযোগ জানাতে যান ওই মহিলা। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়ার বদলে তাঁকে বিষয়টি চেপে যেতে বলা হয়। এইচআর বিভাগ থেকে বলা হয় পবন দাহিয়াকে সতর্ক করে চিঠি দেওয়া হবে, কিন্তু তাতেও ওই মহিলারও চাকরি যেতে পারে। এরপরই এক মহিলা সহকর্মীর সাহায্যে সিসিটিভি ফুটেজ যোগাড় করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি। তাঁর স্বামীর কথায় ১লা অগাস্ট থানায় অভিযোগও দায়ের করেন ওই মহিলা।

কিন্তু বৃহস্পতিবার দুপুর একটায় অফিসে ঢোকার পর তাঁকে এইচআর বিভাগের সঙ্গে দেখা করতে বলা হয়। সেখানে প্রায় ৪০ মিনিট বসিয়ে রাখার পর তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার চিঠি দেওয়া হয়। এমনকি যে সহকর্মীর সাহায্যে তিনি সিসিটিভি ফুটেজ যোগাড় করেছিলেন, তাঁরও চাকরি চলে যায়। এদিকে সংবাদমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ায় অভিযুক্ত সিকিউরিটি ম্যানেজার পবন দাহিয়াকেও বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পার্ক প্রাইড হোটেলের জনসংযোগ আধিকারিক।

এদিকে সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার পেয়ে যাওয়ায় অভিযুক্ত সিকিউরিটি ম্যানেজার পবন দাহিয়াকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। অবশ্য কিছুক্ষণের মধ্যেই তাঁর জামিন মঞ্জুর হয়ে যায়।

[আরও পড়ুন: কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখবে এই পোর্টাল][আরও পড়ুন: কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখবে এই পোর্টাল]

English summary
A hotel employee in Delhi get terminated as she raised her voice against senior manager for alleged molestation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X