For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে কোনও সময় আঘাত হানতে সক্ষম ভারতে, হিজবুল কমান্ডারের চাঞ্চল্যকর দাবি

ভারতের যে কোনও জায়গায় হামলা চালাতে পারে বলে দাবি করেছে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন। লোকসভায় বিবৃতি দিয়ে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

হিজবুল মুজাহিদিন ভারতের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে বলে দাবি করেছে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন। মঙ্গলবার লোকসভায় বিবৃতি দিয়ে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির। তিনি জানান, জঙ্গি সংগঠন হিডবুল মুজাহিদিনকে অস্ত্র-শস্ত্র সহ সবরকম মদত যোগাচ্ছে পাকিস্তান।

যে কোনও সময় আঘাত হানতে সক্ষম ভারতে, হিজবুল কমান্ডারের চাঞ্চল্যকর দাবি

জম্মু- কাশ্মীরে জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র-শস্ত্র উদ্ধার হয়েছে সেগুলিতে বিদেশের ছাপ রয়েছে বলে জানিয়েছেন আহির। সেগুলি মূলত পাকিস্তানে তৈরি বলেই দাবি করেছেন আহির। অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, চলতি বছরের ১৬ই জুলাই পর্যন্ত নিরাপত্তারক্ষীদের হাতে মৃত্যু হয়েছে ১০৪জন জঙ্গির।

[অারও পড়ুন: সন্ত্রাসবাদীদের প্রধান টার্গেটের মধ্যে প্রথম তিনে ভারত, সামনে এল চাঞ্চল্যকর][অারও পড়ুন: সন্ত্রাসবাদীদের প্রধান টার্গেটের মধ্যে প্রথম তিনে ভারত, সামনে এল চাঞ্চল্যকর]

গত মাসেই হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে আমেরিকা। এদিকে কানাডাতেও দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে হিজবুস অর্থ সংগ্রহ করছে বলে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে সেদেশের রাজস্ব দফতর। ২০১৪ সালের একটি রিপোর্টে জানা গিয়েছে, এই দুটি এনজিও অর্থ সংগ্রহ করে পাকিস্তানের রিলিফ অর্গ্যানাইজেশন ফর কাশ্মীরি মুসলিম নামে আরও একটি সংস্থার কাছে পাঠায়। এই আরওকেএম বকলমে জামাত-এ ইসলামি পাকিস্তানেরই একটি সংগঠন। সেই টাকাই ঘুরপথে পৌঁছে যায় হিজবুল মুজাহিদিনের কাছে । এরপরই কানাডার দুটি এনজিও-র অর্থ সংগ্রহের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে।

English summary
Hizbul commander Syed Salahuddin claims to attack anywhere in India, Mos Home ministry issued a statement in loksabha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X