For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে ১৫ অগাস্ট

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ জুন : পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে স্থায়ীভাবে ভারতে আসা ২ লক্ষ হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এই বিষয়ে ইতিমধ্যে বহুস্তরে আলোচনা হয়ে গিয়েছে। সেসমস্ত রাজ্যে হিন্দু উদ্বাস্তুরা ঘাঁটি গেড়েছেন সেই রাজ্যের প্রশাসনরে সঙ্গেও আলোচনা হয়েছে। সমস্ত কাজ সম্পন্ন করে নাগরিকত্ব দেওয়ার কাজ ১৫ অগাস্টের মধ্যে যাতে সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে ১৫ অগাস্ট

গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও দিল্লিতে এ উদ্বাস্তুদের নিয়ে শিবিরও সংগঠিত হয়েছে। শুধু নাগরিকত্ব নয়, এই হিন্দু শরণার্থীদের ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ডও দেওয়া হবে।

এর পাশাপাশি এই মানুষেরা যাতে আগামিদিনে কর্মসংস্থানের সুবিধাও পায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। এই বিষয়ে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করবে বলে জানা গিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে সংখ্যালঘু হিন্দুদের চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। কট্টরপন্থীদের হাতে বহু হিন্দু খুনও হয়েছে। সেজন্য ভয়ে বহু হিন্দু ভারতের পথে পা বাড়িয়েছেন। এদেরই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্র সরকার।

English summary
Hindu refugees from Pakistan will become Indian citizens on August 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X