For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে নাথুরাম গডসের মূর্তি বসাতে চায় হিন্দু মহাসভা, বিতর্ক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের মূর্তি বসাতে চেয়ে দিল্লিতে জমি চাইল হিন্দু মহাসভা। এই মর্মে তারা আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর হইচই শুরু হয়েছে দেশ জুড়ে।

হিন্দু মহাসভার তরফে চন্দ্রপ্রকাশ কৌশিক বলেছেন, "মহাত্মা গান্ধীর সঙ্গে নাথুরাম গডসের কোনও ব্যক্তিগত দুশমনি ছিল না। তবুও তিনি গান্ধীজিকে খুন করেছিলেন। কেন সেই ঘটনা ঘটেছিল, তার তদন্তও হয়নি। কেন হয়নি, সেটা একটা প্রশ্ন। যদি আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব রোড থাকে, তা হলে গডসের নামে কেন রাস্তা থাকবে না? কেন তাঁর একটি মূর্তি তৈরি হবে না।"

ককক

হিন্দু মহাসভা দিল্লিতে নাথুরাম গডসের মূর্তি তৈরির দাবি জানিয়েছে শুনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের নেতা মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, "এ সব ভারতীয় জনতা পার্টির গোপন কর্মসূচি। সংসদে যদি মনীষীদের পাশাপাশি গডসের মূর্তি বসে, তা হলে আমি অবাক হব না। বিশ্বাসঘাতকরাই গডসের সমর্থনে গলা ফাটাতে পারে।"

আর এক কংগ্রেস নেতা কে রহমান খান বলেন, "সরকার চুপ। প্রধানমন্ত্রীও মুখে কুলুপ এঁটেছেন। বিজেপি নাথুরাম গডসের প্রশংসা করে, ওঁর জন্মদিন উদযাপন করে। প্রধানমন্ত্রী কেন বিবৃতি দিচ্ছেন না, সেটাই আশ্চর্যের।"

সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলেন, "হিন্দু মহাসভার একাংশ বরাবরই বিজেপির সঙ্গে হৃদ্যতা রেখে চলে। ওদের উদ্দেশ্যই হল, দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা।"

English summary
Hindu Mahasabha wants to install statue of Godse, kicks controversy. Congress, Samajwadi Party also express their displeasure.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X