For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এভারেস্ট থেকে উধাও 'হিলারি স্টেপ', সহজ হবে কী পর্বতারোহণ?

বিশ্বের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিলারি স্টেপ আর নেই।শৃঙ্গের নীচে ,১২ মিটারের এই বড় অংশটি বেরিয়ে গিয়েছে এভারেস্ট থেকে। যে অংশ পেরোনো রীতমত কষ্ঠসাধ্য ছিল বলে মনে করেন অনেক পর্বতারোহীই।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিলারি স্টেপ আর নেই। আশঙ্কা ছিল অনেক দিনেরই , তবে এখন সেই আশঙ্কা সত্যে পর্যবসিত হল। কিছুদিন আগেই পর্বোতারোহীদের একটি দলের তরফে এই খবর আসে। শৃঙ্গের নীচে ,১২ মিটারের এই বড় অংশটি বেরিয়ে গিয়েছে এভারেস্ট থেকে। যে অংশ পেরোনো রীতমত কষ্ঠসাধ্য ছিল বলে মনে করেন অনেক পর্বতারোহীই।

১৯৫৩ সালে তেনজিং নোরগের সঙ্গে এডমন্ড হিলারি জয় করেন বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ এভারেস্টকে। এভারেস্টে চড়ার সময়ে পার হতে হয় এই অংশটি। সেইমতো পর্বতের এই অংশ পার হন এডমন্ড হিলারি। আর তারপরেই তাঁর নামে এভারেস্টের এই অংশের নাম হয় হিলারি স্টেপ।

এভারেস্ট থেকে উধাও 'হিলারি স্টেপ', সহজ হবে কী পর্বতারোহণ?

অনেকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল যে বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গটি আর আগের মতো থাকবে না। বদলে যাবে এভারেস্টে পর্বাতারোহণের রাস্তাও।২০১৫ সালের ভুমিকম্পের পর থেকেই এই আশঙ্কা করা হয়। এদিকে, এভারেস্টের বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ানে যাওয়ার পথে যে রাস্তা পড়ে সেখানে বেড়ে গিয়েছে ফাটলের সংখ্যা।

জানা যায়, অভিযাত্রীরা পর্বতারোহণের সময়ে এই পথ দিয়ে একমাত্র একজন লোকই যেতে পারেন। অনেক পর্বতারোহী মনে করছেন যে এবার থেকে পর্বতারোহণ অনেকটাই সহজ ও প্রযুক্তিনির্ভর হবেনা বলে মনে করা হচ্ছে।

English summary
The Hillary Step, famously named after Sir Edmund Hillary who was the first to scale the Everest along with Sherpa Tenzing Norgay in 1953, has been destroyed. The news was confirmed by British mountaineer and commercial expedition leader Tim Mosedale on the Everest Expedition Facebook page.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X