For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে নিখোঁজ নিজামুদ্দিন দরগার প্রধান মৌলবী সহ ২, নজর রাখছে ভারত

পাকিস্তানে নিখোঁজ নয়াদিল্লির হজরত নিজামুদ্দিন দরগার প্রধান মৌলবী সঈদ আসিফ আল নিজামি সহ আরও একজন। বিষয়টি নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে দিল্লি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একথা জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৭ মার্চ: পাকিস্তানে নিখোঁজ নয়াদিল্লির হজরত নিজামুদ্দিন দরগার প্রধান মৌলবী সঈদ আসিফ আল নিজামি সহ আরও একজন। বিষয়টি নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে দিল্লি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একথা জানিয়েছেন। এদিকে, ঘটনার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ৮০ বছরের মৌলবী নিজামির সঙ্গে তাঁর ভাইপো নিজাম আলি নিজামি পাকিস্তান গিয়েছিলেন ৮ মার্চ। কিন্তু করাচি বিমানবন্দরে নেমে থেকেই তাঁদের খোঁজ মিলছে না।

পাকিস্তানে নিখোঁজ নিজামুদ্দিন দরগার প্রধান মৌলবী সহ ২, নজর রাখছে ভারত

আসিফ আলি নিজামির ছেলে সাজিদ আলি নিজামি জানিয়েছেন , তাঁর বাবা ও নিজাম আলি নিজামি লাহোরের দাতা দরবারে তীর্থ করতে গিয়েছিলেন। লাহোর থেকে করাচি বিমানবন্দরে নামার পর তাঁদের সঙ্গে পরিবারের শেষ কথা হয়। তার পর থেকেই আর যোগাযোগ নেই দু পক্ষের।

উল্লেখ্য পরিবারের তরফে জানানো হয়, লাহোর বিমানবন্দরে নিজাম আলি নিজামিকে পর্যটন সংক্রান্ত অসম্পূর্ণ নথি থাকার দায়ে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তার পর থেকেই দুজনের মোবাইলেই যোগাযোগ করা হলে ফোন 'সুইচড অফ' পাওয়া যায়।

English summary
Head Of Delhi's Hazrat Nizamuddin Dargah, Another Indian Cleric Go Missing In Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X