For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরমেহর বিতর্ক : শহিদকন্যার পাশে দাঁড়ালেন বিদ্যা বালন

গুরমেহরের বিষয়ে তিনি বেশি কিছু মন্তব্য করতে চানানা বলেও বিদ্যা জানান, প্রত্যেকেরই মতপ্রকাশের অধিকার থাকা উচিত। বিতর্কিত ছাত্রনেতা উমার খালিদও গুরমেহরের সমর্থনে মুখ খোলেন।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১ মার্চ : রামজশ কলেজ চত্বরে হিংসার ঘটনার প্রতিবাদে, সোস্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটি পোস্ট করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা শহিদকন্যা গুরমেহর কউর। তারপর থেকে সেই পোস্ট ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ২০ বছরের গুরমেহর। এবার গুরমেহরের অবস্থানের সমর্থনে এলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।[রামজশ কলেজে হিংসা: আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিলেন গুরমেহর]

গুরমেহরের বিষয়ে তিনি বেশি কিছু মন্তব্য করতে চানানা বলেও বিদ্যা জানান, প্রত্যেকেরই মতপ্রকাশের অধিকার থাকা উচিত। বিদ্যার আগে গীতিকার জাভেদ আখতার,অভিনেত্রী পুজা ভাট, সঙ্গীত পরিচলাক বিশাল দাদলানি, অভিনেত্রী রবিনা ট্যান্ডন গুরমেহরের সমর্থনে মন্তব্য করেন।[কার্গিল শহিদ-কন্যার ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল ফেসবুক, রং লাগল রাজনীতিরও!]

গুরমেহর বিতর্ক : শহিদকন্যার পাশে দাঁড়ালেন বিদ্যা বালন

এদিকে ,রামজশ কলেজে সেমিনারে যাঁকে আমন্ত্রণ ঘিরে এই গোটা বিতর্কের সূত্রপাত, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত ছাত্রনেতা উমার খালিদও গুরমেহরের সমর্থনে মুখ খোলেন বুধবার। গুরমেহরকে নিয়ে ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের কৌতূকের জবাবে , সোস্যাল মিডিয়ায় উমর খালেদ জানান, " সহবাগ বিসিসিআইয়ের প্রতিনিধি ,ভারতের প্রতিনিধি নন"।

এদিকে গুরমেহরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁর বিতর্কিত কৌতূকের পর মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। তিনি জানান, গুরমেহরের অধিকার রয়েছে নিজের মত প্রকাশের। এছাড়াও তিনি বলেন, যারা গুরমেহরকে ধর্ষণের হুমকি দিচ্ছে তারা নীচু মানের মানুষ।

বিতর্ক এখানেই শেষ নয়। কিছুদিন আগে সহবাগ ছাড়াও গুরমেহরের পোস্টের বিরোধিতা করেন বলিউড অভিনেতা রনদীপ হুদা,কুস্তিগীর যোগেশ্বর দত্ত। গুরমেহরের পোস্টের বিরোধিতা করে মন্তব্য করেন মহিলা কুস্তিগীর গীতা ও ববিতা ফোগত। তাঁদের মন্তব্যের প্রেক্ষিতে কুস্তিগীরদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন গীতিকার জাভেদ আখতার। আর তাতেই চরম ক্ষুব্ধ হন গীতা ববিতার বাবা কুস্তিগীর তথা কোচ মহাবীর ফোগত। যিনি কড়া ভাষায় আক্রমণ করেন জাভেদ আখতারকে।

প্রসঙ্গত বিতর্কিত পোস্টে গুরমেহর লেখেন, তিনি কার্গিল শহিদের মেয়ে, তাঁর বাবাকে পাকিস্তান হত্যা করেনি, হত্যা করেছে 'যুদ্ধ'। এরপরই পোস্ট ঘিরে তোলপাড় হয় দেশ। এই বিতর্কিত পোস্ট নিয়ে গুরমেহরকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এবিভিপির বিরুদ্ধে। উল্লেখ্য রামজশ কলেজে হিংসা ছড়ানোর দায়ে আজ ২ এবিভিপি সমর্থককে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

English summary
Bollywood actress Vidya Bala, Student leader comes in support of Gurmehar Kaur.Along with that former India cricketer Virender Sehwag on Wednesday clarified his intention saying it was meant to just be a facetious tweet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X