For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাব হামলাকারী জঙ্গিদের হাতে ছিল 'মেড ইন পাকিস্তান' লেখা দস্তানা

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ অগাস্ট : পাঞ্জাবের গুরদাসপুরে গত মাসের একেবারে শেষদিকে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় মোট তিন জঙ্গি মারা যায়। তারা যে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকেই এসেছিল তা প্রথমেই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। [পাঞ্জাবের থানায় জঙ্গি হামলা, বাস লক্ষ্য করে গুলি গ্রেনেড, মৃত একাধিক]

তা যে কথার কথা নয় তা এবার প্রমাণিত। কারণ সূত্র মারফত জানা গিয়েছে, মৃত জঙ্গিদের হাতে যে দস্তানা পাওয়া গিয়েছে, তাতে লেখা ছিল 'মেড ইন পাকিস্তান'। ফলে জঙ্গি হামলায় পাকস্তানি যোগ ফের একবার প্রমাণিত বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে।

পাঞ্জাব হামলাকারীদের হাতে ছিল 'মেড ইন পাকিস্তান' দস্তানা


সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যে চিকিৎসক মৃত জঙ্গিদের দেহের ময়নাতদন্ত করেছেন তিনি একজনের হাতে পড়া গ্লাভসে এমন ট্যাগ দেখেছেন। এই জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য এবং তারা হামলা চালাতে গুরুদাসপুরের তাস সীমান্ত এলাকা দিয়ে ঢুকেছিল। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া জিপিএস ডিভাইস পরীক্ষা করেও পাকিস্তানি যোগ প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও ভারতের এই দাবিকে বরাবরের মতো সরাসরি খারিজ করে দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র কাজি খালিলুল্লাহ। এমন দাবি আঞ্চলিক অস্থিরতা তৈরি করে বলেও দাবি করেছেন তিনি। কিন্তু প্রামাণ্য নথিকে কীভাবে দিনেরপর দিন অস্বীকার করছে পাকিস্তান, উঠছে সেই প্রশ্নও।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই পাঞ্জাবের গুরুদাসপুরে ভোরবেলায় সেনার পোশাকে পুলিশ স্টেশনে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় তিন জঙ্গি সহ সাত জন পুলিশকর্মী মারা যান।

English summary
Gurdaspur attack: Terrorists sported 'Made in Pakistan' gloves, say reports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X