For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের থানায় জঙ্গি হামলা, বাস লক্ষ্য করে গুলি গ্রেনেড, মৃত একাধিক

Google Oneindia Bengali News

গুরুদাসপুর (পাঞ্জাব), ২৭ জুলাই : আজ, সোমবার সকালে সেনার পোশাকে কয়েকজন জঙ্গি মিলে পাঞ্জাবের গুরুদাসপুরের দীনানগর পুলিশ থানায় আক্রমণ করে। থানায় আক্রমণ করার আগে একটি বাসকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।

এই ঘটনায় ৬ জন বাসিন্দা, ২ জন পুলিশ হোম গার্ডের মৃত্যু হয়েছে। ৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কাউকে বন্দি করা হয়েছে বলে কোনও খবর মেলেনি।

পুলিশের প্রাথমিক অনুমান ছিল ৩-৪ জন জঙ্গি হামলা চালায়। কিন্তু নিরাপত্তা বাহিনীর অনুমান চারজনের থেকে বেশি সংখ্যায় জঙ্গিরা রয়েছে। ঠিক কজন রয়েছে এখনই নিশ্চিতভাবে বলা না গেলেও ১০ বা তার বেশি জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বোমা উদ্ধার

বোমা উদ্ধার

পাঠানকোট-অমৃতসর রেললাইনে লাইভ উদ্ধার করা হয়েছে। এই রেলালাইনটি দীনানগর থানার কাছেই অবস্থিত। এই বোমা দেখে পুলিশের অনুমান পরিকল্পিত ছকের মাধ্যমে বিশাল বড় কোনও হামলা ঘটাতে চাইছিল জঙ্গিরা।

থানায় হামলা

থানায় হামলা

আতঙ্কবাদীরা থানার ভিতর হামলা চালায়। পুলিশও তার পাল্টা জবাব দেয়।

বাসে হামলা

বাসে হামলা

সকাল ৫ টা ৪৫ মিনিট নাগাদ তারা জম্মুর ভিড়ে ঠাসা দীনানগর বাস স্টেশনে একটি বাসে হামলা চালায়। এই হামলায় ১ যাত্রীর মৃত্যু হয়ে। বেশ কয়েকজন আহত হন।

সাদা অল্টো

সাদা অল্টো

জঙ্গিরা একটি সাদা মারুতি অল্টো হাইজ্যাক করে। তারপর সেই গাড়ি চালিয়ে থানায় যায়। সেখানে গিয়ে আচমকা গুলি চালাতে শুরু করে। একজন পুলিশকর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীর মৃত্যু হয়।

গুলির লড়াই

গুলির লড়াই

গুলির লড়াই চলতে থাকে। আরও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী

নিরাপত্তা বাহিনী

হামলা যেখানে হয়েছে সেই এলাকায় পৌছিয়েছে সেনা বাহিনী এবং এনএসজি দল।

চিরুণী তল্লাশি

চিরুণী তল্লাশি

আর কোনও বোমা বা বিস্ফোরক রয়েছে কিনা তা জানতে তল্লাশি শুরু করা হয়েছে। হাইওয়েতে চিরুণি তল্লাশি চালানো হচ্ছে। আরও 'লাইভ বোমা' থাকতে পারে বলে অনুমান সেনা বাহিনীর।

সেনার পোশাকে

সেনার পোশাকে

সেনার পোশাকে পাকিস্তান থেকে জঙ্গিরা এদেশে অনুপ্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে। কারণ এই অঞ্চলটি, সীমান্তের খুব কাছেই।

স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই ঘটনাকে জঙ্গি হানা বলে নিশ্চিত করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রক।

আইবি সতর্কতা

আইবি সতর্কতা

গতকালই এই নিয়ে আইবি সতর্কতা জারি করেছিল, প্রধানমন্ত্রীকে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

English summary
Terrorists Attack Punjab Police Station; Live Bombs Found on Rail Tracks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X