For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুঁরি কমালেই মিলবে নগদ টাকা পুরস্কার!

ওজন ঝরিয়ে, ভুঁরি কমাতে পারলেই মিলবে ৫০০ টাকা পর্যন্ত নগদ পুরস্কার। গুজরাতের সুরেন্দরনগর জেলার পুলিশ কর্মীদের জন্য চালু এই নিয়ম।

Google Oneindia Bengali News

আহমেদাবাদ, ৩০ জানুয়ারি : ভুঁড়ি ক্রমশ বেড়েই চলেছে। বারবার বলেও লাভ হচ্ছে না। পুলিশকে ফ্যাট থেকে ফিট করতে নয়া ফন্দি আঁটলেন গুজরাতের সুরেন্দরনগর জেলার পুলিশ সুপার দীপক মেঘানি। ওজন ঝরিয়ে, ভুঁরি কমাতে পারলেই মিলবে ৫০০ টাকা পর্যন্ত নগদ পুরস্কার।

পুলিশ আধিকারিকদের যারা ৬ মাসে ১২ কিলো ঝরাতে পারবেন তাদেরকে নগদ ৫০০ টাকা দেওয়া হবে। যারা ৯ থেকে ১২ কিলো কমাতে পারবেন তাদের দেওয়া হবে ৩০০ টাকা। আৎ যারা ৬ থেকে ৯ কিলো কমাতে পারবেন তাদের জন্য দেওয়া হবে ১০০ টাকার নগদ পুরস্কার।

ভুঁরি কমালেই মিলবে নগদ টাকা পুরস্কার!

দীপক মেঘানির কথায়, ওজন ঝরিয়ে নিজেকে ফিট করে তোলার ক্ষেত্রে উৎসাহ দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

কিন্তু হঠাৎ এই উদ্যোগ কেন তা ব্যাখ্যা করতে গিয়ে দীপকবাবু বলেন, গত ডিসেম্বরে একটি স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে দেখা যায়,স্থূলত্বের কারণে, ক্লান্তি, ডায়বেটিসের মতো রোগ খাকি উর্দিধারীদের মধ্যে বেড়ে গিয়েছে। অল্পবয়সী পুলিশ কর্মী আধিকারিকদর মধ্যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি।

শরীর ফিট না থাকলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন না পুলিশ কর্মীরা। সেই কারণে এই তোড়জোড়।

English summary
Gujarat cops to get cash reward for reducing waistline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X