For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণতন্ত্রের পীঠস্থানে আজ মধ্যরাতে মহাসভা, দেখে নিন কী ঘটতে চলেছে

মধ্যরাত থেকে সারা দেশে চালু হতে চলেছে জিএসটি বা পণ্য ও পরিষেবা বিল। রাত ১০টা ৫৫ মিনিট থেকে মধ্যরাত ১২টা ০৫ মিনিট পর্যন্ত সংসদে অনুষ্ঠান চলবে।

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই মধ্যরাত থেকে সারা দেশে চালু হতে চলেছে জিএসটি বা পণ্য ও পরিষেবা বিল। এদিন সংসদে বিপক্ষ অনেক দল উপস্থিত থাকলেও কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বড় দল অনুপস্থিত থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছে। রাত ১০টা ৫৫ মিনিট থেকে মধ্যরাত ১২টা ০৫ মিনিট পর্যন্ত সংসদে অনুষ্ঠান চলবে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, সাংসদ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, শিল্পজগতের মানুষরা উপস্থিত থাকবেন। ঠিক কীভাবে গোটা অনুষ্ঠান পরিচালিত হবে তা একনজরে দেখে নেওয়া যাক। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]

সংসদে মধ্যরাতে মহাসভা, কী ঘটতে চলেছে, দেখুন টাইমলাইন

জিএসটি-র পথ চলার টাইমলাইন

রাত ১০টা ৫৫ মিনিট : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সংসদ ভবনে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব বাকী মন্ত্রিসভা ও সাংসদরা আগেই সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নিজে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতিকে। [আরও পড়ুন : অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

রাত ১০টা ৫৯ মিনিট : সংসদের সেন্ট্রাল হলে বিশেষ বৈঠক হবে। সেকথা ঘোষণা করবেন মার্শাল।

রাত ১১টা : সংসদের সেন্ট্রাল হলে প্রবেশ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

১১টা ০১ মিনিট : সংসদ ভবনের অন্দরে বেজে উঠবে ভারতের জাতীয় সঙ্গীত।

১১টা ০২ মিনিট : সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সংসদে বিশেষ উদ্বোধনী ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। [আরও পড়ুন : জিএসটি-র চালু করার পিছনে মূল কারিগর কারা? জেনে নিন একনজরে]

১১টা ১০ মিনিট : জিএসটি-র উপরে তৈরি সিনেমা বা তথ্যচিত্র প্রদর্শিত হবে।

১১টা ১৫ মিনিট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন।

১১টা ৪৫ মিনিট : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভাষণ দেবেন।

মধ্যরাত ১২টা : পথ চলা শুরু হবে জিএসটি বা পণ্য ও পরিষেবা করের।

রাত ১২টা ০৩ মিনিট : জিএসটি নিয়ে বিশেষ অধিবেশন শেষের ঘোষণা করবেন মার্শাল।

রাত ১২টা ০৪ মিনিট : ফের একবার সভা শেষের আগে সংসদের ভিতরে বেজে উঠবে জাতীয় সঙ্গীত।

রাত ১২টা ০৫ মিনিট : সংসদ হল ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে ফিরে যাবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

English summary
GST Rollout : Timeline of What will happen in Parliament's Central Hall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X