For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিষেবায় জিএসটি করের ৪ ধাপ, শিক্ষা-স্বাস্থ্যে ছাড়

পরিষেবার ক্ষেত্রে জিএসটি করের ধাপ স্পষ্ট করল জিএসটি কাউন্সিল। কাউন্সিলের বৈঠকে শুক্রবার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Google Oneindia Bengali News

পরিষেবার ক্ষেত্রে জিএসটি করের ধাপ স্পষ্ট করল জিএসটি কাউন্সিল। কাউন্সিলের বৈঠকে শুক্রবার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কাউন্সিলের শিক্ষা ও স্বাস্থ্যকে জিএসটি কর ব্যবস্থার আওতার বাইরে রাখা হবে। পরিষেবার ক্ষেত্রে কর ব্যবস্থার ৪ টি ধাপকে নির্ধারণ করা হয়েছে।

শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়,রেল, বিমান, সড়ক পরিবহণের উপর ৫ শতাংস হারে কর ধার্য করা হবে। বাতানুকূল নয় এমন রেস্তোরাঁর পরিষেবার ওপর ১২ শতাংশ হারে কর বসানো হবে। বাতালুকূল রেস্তোরাঁর ক্ষেত্রে কর হবে ১৮ শতাংশ। ২৫০০ থেকে ৫০০০ টাকার হোটেল ঘরভাড়ার ওপর পরিষেবা কর বসবে ১৮ শতাংশ। ৫০০০ টাকার ওপর ভাডা় হলে ২৮ শতাংশ কর যুক্ত হবে।

পরিষেবায় জিএসটি করের ৪ ধাপ, শিক্ষা-স্বাস্থ্যে ছাড়

জিএসটি কাউন্সিল নির্ধারিত, পরিষেবার ক্ষেত্রে ৪ টি ধাপের মধ্যে রাখা হয়েছে, টেলিকম, ইনসিউরেন্স , হোটেল ও রেস্তোরাঁ পরিষেবাকে। খবর, পণ্যের উপর চাপানো করের মতোই পরিষেবার ক্ষেত্রেও ৫, ১২, ১৮, ২৮ শতাংশ হারে কর আদায় করা হবে।

আগামী ১ লা জুলাই থেকে লাগু হতে চলেছে জিএসটি কর ব্যবস্থা। এর মধ্যে অর্থনৈতিক পরিষেবার ১৮ শতাংশ ও পরিবহণ পরিষেবার ওপর ৫ শতাংশ কর বসতে চলেছে। তবে ভারতীয় সেনার উপর কর ধর্য হওয়ার পরিমাণ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

{promotion-urls}

English summary
The GST (Goods and Services Tax) Council on Friday finalised tax rates for services. Education and healthcare have been exempted from the GST regime."India has finalised four tax rates that will apply to services including telecoms, insurance, hotels and restaurants under a new sales tax which should be rolled out on July 1," Finance Minister Arun Jaitley said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X