For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় পেশ হচ্ছে জিএসটি বিল, অগ্নিপরীক্ষার সামনে মোদী সরকার

  • By Malay Khaguri
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ অগাস্ট : আগামী ১২ ই অগাস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হচ্ছে। তার আগে কেন্দ্র সরকার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে জিএসটি বিল পাশ করানোর। রাজ্যসভার কার্যবিবরণীতে বুধবার আলোচনার জন্য পণ্য পরিষেবা কর বিলটি তালিকাভুক্ত করা হয়েছিল।

জিএসটি বিল চালু করা নিয়ে প্রথম থেকেই সরকারের বিরোধিতায় নেমেছিল বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার পেশ করার কথা থাকলেও কংগ্রেসের আপত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়।

রাজ্যসভায় পেশ হচ্ছে জিএসটি বিল, অগ্নিপরীক্ষার সামনে কেন্দ্র

বিগত অধিবেশনে জিএসটি বিল নিয়ে বিরোধী দলের আপত্তির ফলে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র। তাই এখন আরও সতর্কভাবে অবস্থান গ্রহণ করছে কেন্দ্র। এই নিয়ে গত কয়েকদিনে বিভিন্ন রাজনৈতিক দল গুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়। বিজেপির সকল দলীয় সাংসদদের রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, জিএসটি বিলের যে অংশগুলি নিয়ে কংগ্রেস আপত্তি জানিয়েছিল সেই অংশগুলিতে সুর নরম করতে পারে কেন্দ্র।

প্রসঙ্গত, ২০১৫ সালেই এই বিলটি লোকসভায় পাশ হয়ে যায়। কিন্তু রাজ্যসভায় পাশ করানো সম্ভব হয়নি প্রধানত কংগ্রেস, সিপিএম, এআইডিএমকের মতো দলগুলির বিরোধিতার ফলে। তবে এবার বাদল অধিবেশনেই বিল পাশ করানো যাবে বলে আত্মবিশ্বাসী মোদী সরকার।

English summary
GST bill almost a reality, to be tabled in Rajya Sabha today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X