For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেনে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ২ হাজার টাকা অবধি লেনদেনে কোনওরকম সার্ভিস চার্জ লাগবে না। এমনই ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। নোট বাতিলের পরে ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতেই এমন পদক্ষেপ করবে কেন্দ্র।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ২ হাজার টাকা অবধি লেনদেনে কোনওরকম সার্ভিস চার্জ লাগবে না। এমনই ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। নোট বাতিলের পরে ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতেই এমন পদক্ষেপ করবে কেন্দ্র, এমনটাই মনে করা হচ্ছে।

১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন

ধরা পড়লে কালো টাকার মালিকদের কী অবস্থা করবে কেন্দ্র তা জেনে নিন

এই সংক্রান্ত পদক্ষেপের কথা সংসদে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৫০০ ও ১ হাজারের নোট বাতিলের ঘোষণার পরে সারা দেশে নগদের হাহাকার পড়ে গিয়েছে। ব্যাঙ্ক অথবা এটিএমের সামনে দিনের পর দিন লাইন পড়ছে।

ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেনে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র

এইসমস্ত ঘটনা পর্যবেক্ষণ করেই কেন্দ্র বারবার ক্যাশলেস অর্থনীতির কথা বলা হচ্ছে। ডিজিটাল লেনদেনের পথে দেশবাসীকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও ব্যাঙ্ক ও এটিএমের পরিষেবা পৌঁছয়নি। সেইসমস্ত জায়গায় অসুবিধা হবে ধরে নিয়েও কেন্দ্র বারবার নগদবিহীন সমাজ গড়ার কথা বলছে।

#Demonetisation এর ১ মাস পূর্ণ : কোন কোন সেক্টরে সর্বাধিক প্রভাব পড়ল!

স্বেচ্ছ্বায় ব্যাঙ্কে এসে জমা করলেই 'কালো' টাকা হয়ে যাবে 'সাদা'!

জানা গিয়েছে, ২০১২ সালের সার্ভিস ট্যাক্স নোটিফিকেশনে সংশোধনী এনে ২ হাজার টাকা পর্যন্ত ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেনে সার্ভিস চার্জ লাগবে না। এছাড়া সরকারের তরফে সারা দেশে ১০ লক্ষ পিওএস বসানোর কথাও বলা হয়েছে।

English summary
Govt to waive service tax on card transactions up to Rs 2,000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X