For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই সরকারি অ্যাপ বাকী সব ডিজিটাল পেমেন্ট অ্যাপকে অবলুপ্ত করে ছাড়বে

সরকারের তরফে খুব শীঘ্রই বাজারে আনা হচ্ছে আধার পে সার্ভিস বা আধার পে অ্যাপ। এর ফলে আধার নম্বর ও বায়োমেট্রিক্সের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : সরকারের তরফে খুব শীঘ্রই বাজারে আনা হচ্ছে আধার পে সার্ভিস বা আধার পে অ্যাপ। এর ফলে আধার নম্বর ও বায়োমেট্রিক্সের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্করপ্রসাদ জানিয়েছেন, আমরা আধার পে শুরু করছি। এর ফলে কাউকে আর পেমেন্ট করার জন্য মোবাইল বন করতে হবে না। তারা যেকোনও দোকানে গিয়ে আধার নম্বর দিয়ে বায়োমেট্রিক্স ব্যবহার করে টাকা পেমেন্ট করতে পারবেন। টাকা নেওয়ার ক্ষেত্রেও আধার নম্বর ও বায়োমেট্রিক্সের ব্যবহারই যথেষ্ট হবে।

এই সরকারি অ্যাপ বাকী সব ডিজিটাল পেমেন্ট অ্যাপের ঘুম কাড়বে

এখনও পর্যন্ত আধার পে-র বিষয়ে মোট ১৪টি ব্যাঙ্ক এগিয়ে এসেছে। বাকী ব্যাঙ্কগুলির সঙ্গেও কথাবার্তা চলছে। ফলে খুব তাড়াতাড়ি এই পরিষেবা সামনে আসতে চলেছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভীম বা ভারত ইন্টারফেজ ফর মানি-কেও ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেজের মাধ্যমে আধার পে-র সঙ্গে যুক্ত করা হয়েছে। ভীম অ্যাপের সাহায্যের খুব ইউপিআই ব্যবহার করে শীঘ্র লেনদেন করা সম্ভব।

সারা দেশে মোট ১১ কোটি মানুষের আধার কার্ড হয়ে গিয়েছে। এছাড়া ৪৯ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে। এবং প্রতি মাসে ২ কোটি করে অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত হচ্ছে কেওয়াইসির মাধ্যমে। ফলে সরকারি আধার পে অ্যাপ চলে এলে বাকী ডিজিটাল পেমেন্ট পরিষেবা সংস্থাগুলি সমস্যায় পড়ে যাবে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

English summary
Government's Aadhaar Pay to make Paytm, BHIM and other digital payment apps obsolete
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X